১০ ওভারের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক আফ্রিদির

আফ্রিদির উচ্ছ্বাসরঙ আরেকবার বদলেছে ক্রিকেটের। টেস্ট ও ওয়ানডের পর হয়েছে টি-টোয়েন্টি। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকা ক্রিকেট সংস্করণ এবার হয়েছে ১০ ওভারের। সংযুক্ত আরব আমিরাতে টি-টেন নামের নতুন আঙ্গিকের লিগ শুরু হয়েছে, যাতে প্রথম দিনই ইতিহাস গড়লেন শহীদ আফ্রিদি। টি-টেনে প্রথম হ্যাটট্রিকের মালিক পাকিস্তানি অলরাউন্ডার।

শারজায় বৃহস্পতিবার লিগের দ্বিতীয় ম্যাচে বীরেন্দর শেবাগের মারাঠা অ্যারাবিয়ান্সকে ২৫ রানে হারিয়েছে আফ্রিদির পাখতুন্স। পাকিস্তানি স্পিনার বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের জয়ে।

বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতানো আফ্রিদি তার প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেন। প্রথমে রাইলি রোসো, এরপর ডোয়াইন ব্রাভো ও শেবাগকে সাজঘরে পাঠান তিনি।

প্রথমে ব্যাট করতে নেমে আফ্রিদির দল ১০ ওভারে ৬ উইকেটে ১২১ রান করে। জবাবে শেষ বল পর্যন্ত খেলে ৭ উইকেটে ৯৬ রান করে অ্যারাবিয়ান্স। ২ ওভারে আফ্রিদি ৩ উইকেট নেন ১৯ রান দিয়ে। অবশ্য ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি তিনি। ৬ বলে একটি করে চার ও ছয়ে ১০ রানে রান আউট হন এই অলরাউন্ডার।

ম্যাচ শেষে আফ্রিদি নতুন লিগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘আমি সত্যিই উপভোগ করেছি, একেবারে ভিন্ন একটা আমেজ। ছেলেরা অনেক ভালো করেছে।’