বিজয় দিবস ক্রিকেটে শহীদ জুয়েল একাদশের জয়

বিজয় দিবসে প্রদর্শনী ক্রিকেট ম্যাচমহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুস্তাক একাদশ। সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় কুড়ি ওভারের এই ম্যাচটি ৪৬ রানে জিতে নিয়েছে শহীদ জুয়েল একাদশ। টস হেরে আমিনুল ইসলাম বুলবুলের জুয়েল একাদশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৭২ রান। জবাবে আকরাম খানের মুস্তাক একাদশ ৮ উইকেটে করতে পারে ১২৬ রান।

জাভেদ ওমর ও হান্নান সরকারের চমৎকার ব্যাটিংয়ে বড় সংগ্রহ দাঁড় করায় শহীদ জুয়েল একাদশ। শুরুতে মেহরাব হোসেন (৩) ও এহসানুল হকও (৩) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে তারা। যদিও জাভেদ ওমর ও হান্নান সরকারের চমৎকার ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। আক্রমণাত্মক মেজাজে খেলেছেন হান্নান। ৩৯ বলে এই ব্যাটসম্যান করেছেন ৮২ রান। ঝড়ো ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১০ চার ও ৩ ছক্কায়।

তার মতো অতটা বিধ্বংসী না হলেও জাভেদ ওমরও খেলেছেন দারুণ এক ইনিংস। ওপেনিংয়ে নেমে খেলা শেষ করেছেন তিনি ৬২ বলে ৭১ রানে অপরাজিত থেকে। তার ইনিংসে ৬টি চারের সঙ্গে ছিল একটি ছক্কার মার।

১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে আকরাম খানরা মোটেও সুবিধা করতে পারেনি। হাবিবুল বাশার ৫ রান করে আউট হওয়ার পর মোহাম্মদ রফিক করেন ১১ রান। এরপর মিনহাজুল আবেদিন (১৮), জামাল উদ্দিন (১০), মুশফিকুর রহমান (৫) ফিরে যান দ্রুত। অধিনায়ক আকরাম খেলেন সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস। ৩১ রান করেছেন ওপেনার হারুনুর রশিদ।

ব্যাটিংয়ে সুযোগ না পেলেও বোলিংয়ে জাদু দেখিয়েছেন বুলবুল। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। জাভেদ ওমর আবার এক ওভারেই নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন অবশ্য দুর্দান্ত ইনিংস খেলা হান্নান সরকার।