টি-টেন লিগের ফাইনালে সাকিবরা

ee5593ae0b29c52186f9260e257d9a71-5a355275c9cf2কয়েক ঘণ্টা পর ১০ ওভারের ক্রিকেটের প্রথম ফাইনাল। যেই ম্যাচে থাকছে বাংলাদেশও। কারণ প্রথম সেমিফাইনালে জিতেছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস। মারাঠা অ্যারাবিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ের মঞ্চে উঠেছে এউইন মরগানের দল।

শারজায় রবিবার টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় যথেষ্ট স্কোর বোর্ডে তুলতে পারেনি মারাঠা। ৯ উইকেটে করে ৯৭ রান। সর্বোচ্চ ২৭ রান আসে ডোয়াইন ব্রাভোর ব্যাটে।

সাকিবের হাতে বল ওঠেনি। সোহেল তানভীর সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান রায়াদ এমরিট ও লিয়াম প্লাঙ্কেট।

লক্ষ্যে নেমে পল স্টারলিং ও মরগানের জুটিতে সহজ জয়ের পথে ছিল কেরালা। ৭৭ রানের জুটি গড়েন তারা। কিন্তু অষ্টম ও নবম ওভারে মাত্র ২ রান করতেই চার উইকেট হারালে ম্যাচে উত্তেজনা ফেরে। তবে দশম ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে দলকে জেতান রোহান মুস্তফা। সাকিব একটি বলও খেলতে পারেননি, নন স্ট্রাইকিং থেকে রান নিতে গিয়ে রান আউট বাংলাদেশি অলরাউন্ডার।

মরগান সর্বোচ্চ ৫৩ রান করেন ৩২ বলে চারটি করে চার ও ছয়ে। ৯.১ ওভারে ৫ উইকেটে ৯৮ রান করে কেরালা।

মারাঠার পক্ষে দুটি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ সামি।