টি-টেন লিগের ফাইনালে ওঠা হলো না তামিমদের

ecee6c35d6e9ed0a2d624fecb693f4df-5a353c9f70e4fপ্রথম টি-টেন লিগের ফাইনালে সাকিব-তামিমের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা জাগলেও হলো না। পাঞ্জাবি লিজেন্ডসের কাছে হেরে গেছে তামিম ইকবালের দল পাখতুন্স। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে তাদের ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাঞ্জাবি। আগে ব্যাট করে ৪ উইকেটে ১২৯ রান করে পাখতুন্স। জবাবে ১৯.৫ ওভারে ১ উইকেটে ১৩২ রান করে পাঞ্জাবি। শিরোপার লড়াইয়ে সাকিবের কেরালা কিংসের মুখোমুখি হবে তারা।

টস জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও আহমেদ শেহজাদের ঝড়ো জুটিতে বড় স্কোরের আভাস দিয়েছিল পাখতুন্স। সঙ্গে যোগ দেন শহীদ আফ্রিদি। অবশ্য তামিম ইনিংস লম্বা করতে পারেননি। ৯ বলে মাত্র দুটি চার ও এক ছয়ে ১৭ রানে আউট হন এই বাংলাদেশি ওপেনার।

শেহজাদের সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন তামিম। তবে জমে উঠেছিল দুই পাকিস্তানির জুটিতে। আফ্রিদি ও শেহজাদ ৫৪ রানের ঝড়ো জুটি গড়েন। ২৯ বলে ৬ চার ও ৪ ছয়ে ৫৮ রান করেন শেহজাদ। ৫টি ছয় ও একটি চারে ১৭ বলে ৪১ রান করেন আফ্রিদি। কিন্তু তাদের ছাপিয়ে গেছেন পাঞ্জাবি লিজেন্ডসের শোয়েব মালিক ও লুক রনকি।

২.৩ ওভারে উমর আকমলকে (১৭) ফিরিয়ে পাঞ্জাবির ৩২ রানের জুটি ভাঙে পাখতুন্স। এরপর মালিক ও রনকির বিস্ফোরক ইনিংসে ৫ বল বাকি থাকতে জেতে পাঞ্জাবি। ১০০ রানের অপরাজিত জুটি গড়েন তারা। ৩৪ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬০ রান করেন রনকি। ৬ চার ও ৩ ছয়ে ১৭ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন মালিক।