আল আমিন-শরিফউল্লাহর ‘পরীক্ষা’ শিগগিরই

আল আমিন আর শরিফউল্লাহর বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করেছে রিভিউ কমিটি বিপিএলের পঞ্চম আসরে আল-আমিন হোসেন এবং মোহাম্মদ শরিফউল্লাহর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন আম্পায়াররা। দুজনের অ্যাকশন নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে রিভিউ কমিটি। কয়েক দিনের মধ্যেই তাদের ‘পরীক্ষা’।

সোমবার বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আল আমিন ও শরিফউল্লাহর বোলিং অ্যাকশন নিয়ে কাজ চলছে। তারা শিগগিরই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবে। আমাদের কাছে থাকা ওদের সব ফুটেজ কোচদের দিয়েছি। তারা ফুটেজ দেখে কাজ করছেন।’

গত ২৮ নভেম্বর খুলনা টাইটানসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার আল আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ হয় ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার নাদির শাহ ও রিয়াজউদ্দিনের। ম্যাচশেষে এ বিষয়ে রিপোর্ট করেন তারা। ২০১৪ সালেও একবার আল আমিনের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। সেবার দুই দফা পরীক্ষা দিয়ে বোলিং করার বৈধতা পান তিনি।

৩ ডিসেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে সিলেট সিক্সার্সের অফস্পিনার শরিফউল্লাহর বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পান ম্যাচের দুই আম্পায়ার নাদির শাহ ও তানভীর আহমেদ। খেলা শেষে ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে রিপোর্ট করেন তারা।