উত্তরাঞ্চলের ২৪৯ রানের লিড

6th-BCLফরহাদ হোসেনের হাফসেঞ্চুরিতে দারুণ একটি দিন কাটিয়েছে উত্তরাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচের তৃতীয় দিন শেষে পূর্বাঞ্চলের বিপক্ষে তাদের লিড ২৪৯ রানের।

সিলেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় ফরহাদের ৮৫ রানের ওপর ভর দিয়ে উত্তরাঞ্চল ৮ উইকেটে করেছে ২৭৩ রান। প্রথম ইনিংসে ১৮৭ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে তারা। কোনও উইকেট না হারিয়ে ৩৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে এখন সুবিধাজনক জায়গায় জহুরুল ইসলামরা।

উদ্বোধনী জুটিতে নাজমুল হোসেন শান্ত ও মিজানুর রহমান যোগ করেন ৪৭ রান। মিজানুর ২০ রানে আউট হলে ভাঙে তাদের জুটি। তার আউটের পর ধাক্কা খায় উত্তরাঞ্চল। মাত্র ১ রানের মধ্যে হারায় শান্ত (৩১) ও নাঈম ইসলামের (১) উইকেট দুটি। খানিক পর ১৬ রান করে ফিরে যান অধিনায়ক জহুরুলও।

তবে এক প্রান্ত আগলে রেখে নিজের সঙ্গে দলের রান বাড়িয়ে নেন ফরহাদ। হাফসেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান হাঁটছিলেন সেঞ্চুরির পথেও। যদিও পারেননি, ৮৫ রান করে আউট হয়ে যান তিনি। শেষ বিকেলে ফিরে যাওয়ায় তার আক্ষেপ বেশিই হওয়ার কথা।

তার আগে ছোট ছোট ইনিংস খেলে যান ধীমান ঘোষ (২৩), আরিফুল হক (২৮) ও সোহরাওয়ার্দী শুভ (২৩)। দিন শেষ অপরাজিত আছেন ফরহাদ রেজা (৩০*) ও তাইজুল ইসলাম (৩*)।

দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের সবচেয়ে সফল বোলার খালেদ আহমেদ। এই পেসার ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট। আবু জায়েদ রাহীর শিকার ২ উইকেট।