টিভিতে বাংলাদেশ-ইংল্যান্ড যুব বিশ্বকাপ ম্যাচ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলযুব বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে ‘স্টার স্পোর্টস ওয়ান’ চ্যানেলে।

নামিবিয়া ও কানাডাকে হারিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে বাংলাদেশের যুবারা। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে। বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামলেও ইংলিশদের জন্য এটি দ্বিতীয় ম্যাচ।

প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেই হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হারলেও বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল যাওয়াটা একরকম নিশ্চিতই বলা যায়।

বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটির গুরুত্ব অন্য জায়গায়। এই দুই দলের লড়াইয়ে ঠিক হয়ে যেতে পারে গ্রুপের শীর্ষ দল। বাংলাদেশ জিতে গেলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল খেলবে।

পয়েন্ট টেবিলের সমীকরণ যাই হোক না কেন, বাংলাদেশকে খেলতে হতে পারে অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে ‘সি’ গ্রুপের লড়াই হবে ‘বি’ গ্রুপের সঙ্গে। বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে, আর ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়ে শুরু করে যুব বিশ্বকাপ মিশন। দ্বিতীয় ম্যাচে সাইফ হাসানরা ৬৬ রানে হারায় কানাডাকে।