রেকর্ড ছুঁয়ে ‘ওয়ান থাউজ্যান্ড ক্লাবে’ এনামুল

হাজার রানের পথে এনামুলের একটি শটএত দিন রেকর্ডটা এককভাবে ছিল শাহরিয়ার নাফীসের দখলে। এবার তার পাশে দাঁড়ালেন এনামুল হক। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুততম সময়ে হাজার রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ডের যৌথ অংশীদার নাফীস আর এনামুল। এই রেকর্ড গড়তে দুজনের প্রয়োজন হয়েছে ২৯ ইনিংস।

ত্রিদেশীয় সিরিজ দিয়ে প্রায় সোয়া দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এনামুল। ৯৫০ রান নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন এই ডানহাতি ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আউট হয়ে যান ১৯ রান করে। ‘ওয়ান থাউজ্যান্ড ক্লাবে’ প্রবেশ করতে তাই ৩১ রান প্রয়োজন ছিল এনামুলের।

আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানের ইনিংসের পথে নাফীসের পাশে দাঁড়িয়েছেন তিনি। ৩২তম ওয়ানডে খেলতে নামা এনামুল তিনটি সেঞ্চুরি ও তিন হাফসেঞ্চুরি সহ ৩৪.৬২ গড়ে ১ হাজার ৪ রান করেছেন।

বাংলাদেশের ১৯তম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এনামুল। তার পরেই ‘ওয়ান থাউজ্যান্ড ক্লাবে’র সদস্য হয়েছেন সাব্বির রহমান। ক্যারিয়ারের ৪৮তম ম্যাচে ১২ বলে ২৪ রানের ‘ক্যামিও’ ইনিংস খেলা সাব্বিরের সংগ্রহে এক হাজার ৯ রান, ফিফটি পাঁচটি, সেঞ্চুরি নেই।