১ ওভারে ৩৭ রান নিয়ে দুমিনির রেকর্ড

জেপি দুমিনিদক্ষিণ আফ্রিকার লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন জেপি দুমিনি। বুধবার মোমেন্টাম ওয়ানডে কাপে এই ব্যাটসম্যান ১ ওভারে নিয়েছেন ৩৭ রান।

কেপটাউনে ম্যাচটি ছিল নাইটস-কেপ কোবরাসের। নির্ধারিত ৫০ ওভারে নাইটস ২৩৯ রান করার পর ব্যাট হাতে কেপ কোরবাসকে সহজ জয় এনে দেন দুমিনি বিধ্বংসী ওই ওভারে। ইনিংসের ৩৭তম ওভারের আগে কেপ কোবরাসের রান ছিল ২ উইকেটে ২০৮ রান। দুমিনি খেলছিলেন ৩০ বলে ৩৪ রানে। কিন্তু এডিয়ে লিইয়ের করা পরের ওভারেই জয় নিশ্চিত হয়ে যায় টেস্ট থেকে অবসরে যাওয়া দুমিনির ঝড়ো ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান ৩৭ বলে অপরাজিত ছিলেন ৭৩ রানে।

লিইয়ের করা ৩৭তম ওভারের প্রথম চার বলে ছক্কা হাঁকানোর পর পঞ্চম বলে দুমিনি নিলেন ২ রান। ষষ্ঠ বলটা ‘নো’ হওয়ার সঙ্গে এই ব্যাটসম্যান মারলেন বাউন্ডারি। পরে ফ্রি হিটে আবারও ছক্কা। সব মিলিয়ে ৩৭তম ওভারের চিত্রটা এমন- ৬, ৬, ৬, ৬, ২, ১+৪, ৬। দলের জয় নিশ্চিতের সঙ্গে দুমিনি দক্ষিণ আফ্রিকার লিস্ট ‘এ’ ইতিহাসে ১ ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নিজের করে নেন।

আগের রেকর্ডটি ছিল হার্শেল গিবসের। ২০০৭ সালের বিশ্বকাপে ১ ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে ৩৬ রান তুলেছিলেন সাবেক এই ব্যাটসম্যান। এবার তার চেয়ে ১ রান বেশি নিয়ে তাকে ছাড়িয়ে গেলেন দুমিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১ ওভারে সবচেয়ে বেশি রানের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু বাংলাদেশের নাম। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার লিগে এক ওভারে ৩৯ রান করেছিলেন এলটন চিগুম্বুরা। শেখ জামাল-আবাহনীর ম্যাচে বাংলাদেশের আলাউদ্দিন বাবুর বলে রেকর্ডটা গড়েন এই জিম্বাবুইয়ান। ক্রিকইনফো