বল করার অনুমতি পেলেন ভিটরি

ব্রায়ান ভিটরিএক বছরে দুইবার বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ায় নিষিদ্ধ হয়েছিলেন ব্রায়ান ভিটরি। জিম্বাবুয়ের এই বাঁহাতি পেসারের এক বছরের এ নিষেধাজ্ঞা শেষ হয় গত ডিসেম্বরে। নতুন করে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন এবং উতরে গেলেন তিনি। আবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পেলেন এ জিম্বাবুয়ান বোলার।

২০১১ সালে টেস্ট ও ওয়ানডেতে অভিষিক্ত হয়ে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখান ভিটরি। টেস্ট ও প্রথম দুই ওয়ানডেতেই নিয়েছিলেন ৫টি করে উইকেট। কিন্তু এরপর আর কখনও জ্বলে উঠতে পারেননি।

বরং তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবার ভিটরির বোলিংয়ের বিরুদ্ধে রিপোর্ট করা হয়। পরের মাসে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন তিনি। ভুল শুধরে নিয়ে আবার পরীক্ষা দিয়ে ওই বছরের জুনে বল করার অনুমতি পান ভিটরি। কিন্তু নভেম্বরে আবার প্রশ্নবিদ্ধ অ্যাকশনের অভিযোগ ওঠে, সেবারও পরীক্ষা দিয়ে ব্যর্থ হন। নিষিদ্ধ করা হয় তাকে এক বছরের জন্য।

তারপর থেকে জিম্বাবুয়েতে টুস্কার্সের হয়ে ঘরোয়া ম্যাচ খেলেছেন ভিটরি। অ্যাকশন নিয়ে কাজ করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পেলেন চার টেস্ট, ২০ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টিতে খেলা এই পেসার। ক্রিকইনফো