লিটন-জাকিরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পূর্বাঞ্চল

লিটনের ব্যাট থেকে এসেছে ১১২ রান। ফাইল ছবি-বিসিবিবাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। লিটন দাস ও জাকির হাসানের সেঞ্চুরিতে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩২ রান।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ রানে ওপেনার মেহেদী মারুফ (১৭) ও অধিনায়ক মুমিনুল হককে (৪) হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় পূর্বাঞ্চল। তবে লিটন আর জাকিরের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। তৃতীয় উইকেটে ১৯৩ রানের জুটি গড়েন দুজনে।

জাতীয় দল থেকে বাদ পড়া লিটনের ব্যাট থেকে আসে ১১২ রান। ১৮৬ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও একটি ছক্কায়। আগের দুই রাউন্ডেও ৪৮ আর অপরাজিত ৫১ রানের দুটি ভালো ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

লিটনকে দলীয় ২৪৩ রানে শুভাগত হোম ফেরালেও জাকির অপরাজিত ১৫৬ রানে। তার ২৩৫ বলের ইনিংসে চার ১৮টি, তবে ছক্কা নেই। প্রথম রাউন্ডে ১১৯ রানের দারুণ ইনিংস খেলা জাকিরকে সঙ্গ দিচ্ছেন তাসামুল হক। তিনি খেলছেন ৩৫ রান নিয়ে।

মধ্যাঞ্চলের পক্ষে শুভাগত দুটি এবং আবু হায়দার একটি উইকেট নিলেও তাসকিন আহমেদকে শূন্য হাতে ফিরতে হয়েছে প্রথম দিনে। জাতীয় দল থেকে বাদ পড়া এই পেসার ১৬ ওভারে ৫৭ রান খরচ করে কোনও উইকেট পাননি।