মিজানুরের সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের স্বস্তি

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলছে উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চলের লড়াই। ছবি-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলবাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে মিজানুর রহমানের সেঞ্চুরিতে স্বস্তিতে বিসিবি উত্তরাঞ্চল। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ২১৪ রান। সকালে কুয়াশার কারণে দেরিতে শুরু হওয়ায় প্রথম দিন খেলা হয়েছে ৫৭ ওভার।   

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চলের শুরুটা হয়েছে দুর্দান্ত। মিজানুর আর জুনায়েদ সিদ্দিকী ১৬৯ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন দলকে।

১৫৫ বলে ১০৬ রান করা মিজানুরের দারুণ ইনিংসে চারের সংখ্যা ১৬টি। তবে তিনি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের বলে বিদায় নেওয়ার পর ছোট-খাটো ধস নামে উত্তরাঞ্চলের ইনিংসে। নিজের পরের ওভারেই টানা ‍দুই বলে নাজমুল হোসেন শান্ত আর ফরহাদ হোসেনকে ফিরিয়ে দেন রাজ্জাক। বিনা উইকেটে ১৬৯ থেকে নিমেষে তিন উইকেটে ১৭১ রানে পরিণত হয়ে উত্তরাঞ্চল তখন দিশেহারা।

তবে জুনায়েদ আর নাঈম ইসলাম প্রথম দিনে দলের আর কোনও ক্ষতি হতে দেননি। জুনায়েদ ৮২ আর নাঈম ২৫ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম দিনে দক্ষিণাঞ্চলের একমাত্র সফল বোলার রাজ্জাকের তিন উইকেটের পেছনে খরচ ৬২ রান।