তিন সেঞ্চুরি ও এক ডাবল সেঞ্চুরিতে পূর্বাঞ্চলের ৭৩৫

ইয়াসির রাব্বি, অলক কাপালি, জাকির হাসান ও লিটন দাসের ব্যাটে রানের পাহাড় গড়েছে পূর্বাঞ্চল (ছবি: বিসিবি)৭৩৫ রান- খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রথম ইনিংসের স্কোর এটি। একটি ডাবল সেঞ্চুরির সঙ্গে তিনটি সেঞ্চুরিতে মাত্র ৬ উইকেট হারিয়ে রানের এই পাহাড় গড়েছে তারা। দ্বিতীয় দিনের খেলা শেষে তাদের প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চল করেছে ১ উইকেটে ৪০ রান।

তিন উইকেটে ৩৩২ রানে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। আরও তিন উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আরও ৪০৩ রান করার পর শেষ সেশনের ঘণ্টা খানেক আগে ইনিংস ঘোষণা করে তারা।

১৫৬ রানে অপরাজিত মাঠে নামা জাকির হাসান এদিন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নেন। ৩২০ বলে ২৩ চারে তিনি তার ২১১ রানের ইনিংসটি সাজান। এছাড়া দ্বিতীয় দিন আরও দুটি সেঞ্চুরি আসে পূর্বাঞ্চলের। ইয়াসির আলী রাব্বি ১৩২ রানে আউট হলেও অলক কাপালি ১৬৫ রানে অপরাজিত থাকেন। আগের দিন ওপেনার লিটন দাস করেছিলেন ১১২ রান।

রানবন্যার এ ম্যাচে মধ্যাঞ্চলের বোলাররা স্বাভাবিকভাবে ছিলেন খরুচে। সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন অফ স্পিনার শুভাগত হোম। এছাড়া আবু হায়দার রনি দুটি ও তাসকিন আহমেদ নেন একটি উইকেট।

শেষ বিকেলে মধ্যাঞ্চল ব্যাটিংয়ে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায়। দিন শেষে তারা পিছিয়ে আরও ৬৯৫ রানে! ১৭ রান করে মধ্যাঞ্চলের ওপেনার রবিউল ইসলাম আউট হন। সাদমান ইসলাম ১৮ ও মেহরাব হোসেন ৩ রানে অপরাজিত।

পূর্বাঞ্চলের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন সোহাগ গাজী।