টি-টোয়েন্টি জিততেও আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শ্রীলঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। ছবি-বিসিবিত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততেও আত্মবিশ্বাসী অতিথিরা।

বুধবার সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গা বলেছেন, ‘বাংলাদেশ সফরে এখন পর্যন্ত আমরা ভালো করেছি, ত্রিদেশীয় ও টেস্ট সিরিজ জিতেছি। টি-টোয়েন্টি দলে আমরা কয়েকটি নতুন মুখ পেয়েছি। আমরা আত্মবিশ্বাসী, এই সিরিজেও শেষ হাসি হাসতে পারবো।’

গত কয়েক বছরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেললেও বাংলাদেশের মাটিতে নতুন বছরে দারুণ সফল শ্রীলঙ্কা। এই সাফল্য সম্পর্কে থারাঙ্গার মন্তব্য, ‘এই সফর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা গত দেড়/দুই বছরে তেমন ধারাবাহিক ছিলাম না। বাংলাদেশে শেষটাও ভালো করতে চাই। আশা করি, টি-টোয়েন্টি সিরিজও জিততে পারবো।’

বুধবার অনুশীলনের আগে এবং পরে উইকেট ভালোভাবে পর্যবেক্ষণ করেছে শ্রীলঙ্কা দল। উইকেট নিয়ে থারাঙ্গা বলেছেন, ‘ম্যাচের আগে আমরা উইকেট নিয়ে নিশ্চিত হতে পারছি না। আশা করি ভালো উইকেট হবে। ওয়ানডে টুর্নামেন্টে আমরা ভিন্ন উইকেট পেয়েছিলাম। প্রথম দুই ম্যাচে উইকেট খুব ভালো ছিল, এরপর উইকেট ধীর হয়ে যায়। টেস্ট ম্যাচে বোলিং উইকেট পেয়েছি। আগামীকাল স্পোর্টিং উইকেটের আশা করছি।’

বিপিএলে শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার ভালো খেলেছিলেন। তাদের দলে পেয়ে থারাঙ্গা উচ্ছ্বসিত, ‘আমাদের দলের কয়েকজন বিপিএলে ভালো খেলেছিল। বাংলাদেশের ক্রিকেটাররা কেমন খেলতে পারে, সে বিষয়ে আমাদের ভালোই ধারণা আছে।’