নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড

আরেকটি বিরাট শট নিলেন ওয়ার্নারঅকল্যান্ডে হলো রানের বন্যা। ২০ ওভারের দুই ইনিংস মিলে ৪৮৮ রান! যাতে নিউজিল্যান্ডকে বিস্মিত করে শেষ হাসি হাসলো অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে সাফল্য পেলো তারা।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ২৪৪ রানের লক্ষ্যও ছুঁয়ে ফেললো ৭ বল হাতে রেখে। ১৮.৫ ওভারে ৫ উইকেটে তারা করলো ২৪৫ রান। ৫ উইকেটের এই জয়ে অপরাজিত থেকে ফাইনালে খেলবে অসিরা।

সিরিজে একটি ম্যাচ জেতা নিউজিল্যান্ডের এই হারে ইংল্যান্ডের ফাইনালের আশা বেঁচে থাকলো। তারা হ্যামিলটনে স্বাগতিকদের মুখোমুখি হবে রবিবার।

শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল ও কলিন মুনরোর ঝড়ে ৬ উইকেটে ২৪৩ রান করে নিউজিল্যান্ড। দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করে গাপটিল আউট হন ১০৫ রানে। মুনরো করেন ৭৬ রান।

এই বিশাল স্কোর যে নিউজিল্যান্ডের জন্য নিরাপদ নয়, তার আভাস মিলেছে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটিতে। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ডি’আর্চি শর্ট সমানতালে ঝড় তোলেন। মাত্র ৭.১ ওভারে দলীয় স্কোর ১০০ করেন তারা। নবম ওভারের তৃতীয় বলে ওয়ার্নার যখন ইশ সোধির গুগলিতে বোল্ড হলেন, তখন অস্ট্রেলিয়ার রান ১২১। ২০ বলে চারটি করে চার ও ছয়ে হাফসেঞ্চুরি করা এই ওপেনার থেমেছেন ৫৯ রানে। তার ২৪ বলের ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছয়।

দুদান্ত এক ইনিংসে দলের জয়ের কারিগর শর্টএরপর শর্টকে উপযুক্ত সঙ্গ দেন গ্লেন ম্যাক্সওয়েল। ছোট ইনিংস খেললেও রানের গতি ধরে রেখেছিলেন তিনি। মাত্র ১৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৩১ রান করেন ম্যাক্সওয়েল।

৪৪ বলে ৭৬ রান করে শর্ট যখন উইকেট কিপারের হাতে ক্যাচ দিলেন, তখন দল ছিল সহজ জয়ের পথে। ৮ চার ও ৩ ছয়ে সাজানো ছিল এই ওপেনারের ম্যাচসেরা ইনিংস। জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন অ্যারন ফিঞ্চ। ১৪ বলে তিনটি করে চার ও ছয়ে ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

সব মিলে এ ম্যাচে ৬ হয়েছে ৩২টি। এক ম্যাচে সবচেয়ে বেশি ছয়ের যৌথ রেকর্ড গড়লো দুই দল। 

আরও দেখুন..
অকল্যান্ডে গাপটিল ঝড়