নিজের মাঠেই রাহীর অভিষেক

রুবেলের কাছ থেকে টি-টোয়েন্টি ক্যাপ পেলেন রাহী। ছবি-বিসিবিআবু জায়েদ রাহীর বাড়ি সিলেটে। আর সিলেটেই জাতীয় দলের হয়ে অভিষেক হলো এই ডানহাতি পেসারের। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম খেলতে নেমেছে বাংলাদেশ। টাইগারদের মতো রাহীর অভিষেকের সঙ্গেও জড়িয়ে রইলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম।

যার জায়গায় সুযোগ পেয়েছেন রাহী, সেই রুবেল হোসেনই টি-টোয়েন্টি ক্যাপ পরিয়ে দিয়েছেন তাকে। অভিষেক ম্যাচে প্রথম ওভারও করেছেন সিলেটের ‘ঘরের ছেলে’। যদিও শুরুটা ভালো হয়নি, ১২ রান দেওয়ার পর তাকে আক্রমণ থেকে সরিয়ে দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

রাহীর অভিষেকের সুবাদে দীর্ঘদিনের আক্ষেপ দূর হলো সিলেটবাসীর। সর্বশেষ ‘সিলেটি’ হিসেবে অলক কাপালী বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০১১ সালের ডিসেম্বরে। আজ রাহী আবার আনন্দের উপলক্ষ্য এনে দিলেন সিলেটের মানুষের মনে।

রাহীর সঙ্গে অভিষেক হলো মেহেদীরও (বাঁয়ে)। ছবি-বিসিবিবিপিএলে ভালো করার পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রাহী। এবারের বিপিএলে খুলনা টাইটানসের জার্সিতে খেলে ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন তিনি। টাইটানসের দ্বিতীয় সেরা বোলার রাহী আজকের আগে ৩০টি টি-টোয়েন্টি খেলে শিকার করেছেন ৩৪ উইকেট।

আজ অভিষেক হলো অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসানেরও। মাহমুদউল্লাহর কাছ থেকে ক্যাপ পাওয়া মেহেদী বিপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেছেন। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১০ ম্যাচ খেলে নিয়েছিলেন ১০টি উইকেট। সর্বশেষ জাতীয় লিগে দুবার ১৭৭ রানের চমৎকার ইনিংস এসেছিল ২৩ বছর বয়সী মেহেদীর ব্যাট থেকে।