বাংলাদেশের ব্যর্থতা সাময়িক: চান্ডিমাল

দিনেশ চান্ডিমালদেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে হেরে ভারতে গিয়েও ব্যর্থ ছিল শ্রীলঙ্কা। সেই দলটি বাংলাদেশে এসে একে এক সবগুলো সিরিজ জিতে নিলো। এই ‘পুনর্জাগরণ’ তৃপ্ত করছে তাদের। তবে বাংলাদেশের এই ব্যর্থতাকে ক্ষণস্থায়ী মনে করছেন শ্রীলঙ্কার অধিনায়ক।

ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পর এভাবে ঘুরে দাঁড়ানোয় স্বস্তিতে অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ৭৫ রানে বাংলাদেশকে শেষ টি-টোয়েন্টিতে হারানোর পর সব সাফল্য কেবল তাদেরই। এমন অর্জনের পর তার প্রতিক্রিয়া, ‘দল হিসেবে দারুণ একটা সিরিজ গেছে আমাদের। দুই ম্যাচ হেরে যেভাবে শুরু হয়েছিল, তাতে সিরিজ শেষে এখন স্বস্তি পাচ্ছি। আমরা এভাবে ফিরে আসতে পেরেছি পরিশ্রমের কারণে। খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফদের সবাই খুব খেটেছে।’

শ্রীলঙ্কা একদিকে ঘুরে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশ নামছে নিচের দিকে। গত কয়েকটি বছর ধরে ভালো খেলতে থাকা এই দলের ব্যর্থতাকে সাময়িক সমস্যা হিসেবে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক, ‘গত কয়েক বছরে বাংলাদেশ দারুণ একটি দল হয়ে উঠেছে। যে কোনও দলকেই তারা চ্যালেঞ্জ জানাতে পারে। তাদের কয়েকটা ম্যাচ খারাপ গেছে। যে কারও এমনটা হতেই পারে। আমি নিশ্চিত ভবিষ্যতে তারা দারুণভাবে ঘুরে দাঁড়াবে।’

বাংলাদেশের ব্যর্থতার চেয়ে নিজেদের সাফল্যকে এগিয়ে রাখছেন চান্ডিমাল, ‘আমরা আমাদের পরিকল্পনা মতো ক্রিকেট খেলেছি। সেগুলো ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি বলেই সাফল্য পেয়েছি।’

গত বছরের খারাপ সময়টা কাটিয়ে নতুন বছরে সাফল্য পাওয়াতে বেজায় খুশি এ উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘গত বছরটা আমাদের জন্য খারাপ একটি বছর কেটেছে। আমাদের দলে তরুণ কয়েকজন খেলোয়াড় আছে। আমরা ধীরে ধীরে গুছিয়ে উঠছি। ’