নিউজিল্যান্ডের ওয়ানডে দলে সোধি

268413ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটির দলে ডাকা হয়েছে ইশ সোধিকে। দেশের হয়ে তিনি শেষবার ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন গত বছরের মেতে।

দলের সামনের সারির স্পিনাররা ইনজুরির শঙ্কায় থাকায় ২৫ বছর বয়সী স্পিনারকে রাখা হয়েছে দলে। সম্প্রতি মিচেল স্যান্টনার ও টড অ্যাস্টল চোটে পড়েছেন।

ওয়ানডেতে প্রায় এক বছর পর দলে ডাক পেলেও সোধি টি-টোয়েন্টিতে নিয়মিত খেলছেন। সর্বশেষ এই ফরম্যাটের বোলার র‌্যাংকিংয়ের এক নম্বরে তিনি। এই বছর ১০ ম্যাচ খেলে ৮.২৫ ইকোনমি রেটে ৯ উইকেট নেন তিনি।

গত জানুয়ারিতে পাকিস্তানকে ৫-০ তে হোয়াইটওয়াশ করা নিউজিল্যান্ডের প্রায় সবার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। কেবল ব্যাটসম্যান জর্জ ওয়ার্কার ও ফাস্ট বোলার শেঠ র‌্যান্স বাদ পড়েছেন।

আগামী রবিবার হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।

ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, হেনরি নিকলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেলর। ক্রিকইনফো