বোলারের মাথায় বল আঘাত করেও ছয়!

রাভালের শট লাগলো এলিসের মাথায়, তারপর সীমানার বাইরেবাউন্সারের আঘাতে ব্যাটসম্যানের জীবন হুমকির মুখে পড়ার খবর নতুন নয়। কিন্তু বিচিত্র ঘটনা ঘটলো নিউজিল্যান্ডে ৫০ ওভারের ঘরোয়া প্রতিযোগিতায়। ব্যাটসম্যানের তুলে মারা শট বোলারের মাথায় আঘাত করলো এবং বল গেলো সীমানার বাইরে! আম্পায়াররা শুরুতে চার বললেও পরে সিদ্ধান্ত পাল্টে ছয়ের সঙ্কেত দেন।

তবে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। প্রথমে বোলারের অবস্থা আশঙ্কাজনক মনে হলেও তিনি সুস্থ থেকেই বল করেছেন।

ফোর্ড ট্রফিতে তৃতীয় প্রিলিমিনারি ফাইনালে ক্যান্টারবুরি ও অকল্যান্ড মুখোমুখি হয়ছিল। ব্যাট করছিলেন অকল্যান্ড ব্যাটসম্যান জিত রাভাল, বোলিংয়ে ছিলেন প্রতিপক্ষ অধিনায়ক এন্ড্রু এলিস। অকল্যান্ডের ইনিংসের ১৯তম ওভারে তার প্রথম বলে ছয় মারেন রাভাল। পরের বলে লফটেড ড্রাইভ করেন তিনি। বলটা সজোরে লাগে এলিসের মাথার সামনে, এরপর চলে যায় সীমানার বাইরে।

তখনই এলিসকে মাঠের বাইরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় এবং ছয় ওভার পর আবার বল করতে নামেন ক্যান্টারবুরি অধিনায়ক। রাভালের উইকেটটিও নেন তিনিই। এলিসের বোলিং ফিগার ছিল ৭-০-৫২-২।

বলের আঘাতে আশঙ্কামুক্ত থাকলেও ম্যাচ শেষে হতাশ হতে হয়েছে এলিসকে। কারণ তার দল হেরেছে ১০৭ রানে। ক্রিকইনফো