তাসকিনের দলে ফেরার লড়াই

ওয়ালশের বিশেষ ক্যাম্পে তাসকিনের বোলিং অনুশীলন। ছবি-বিসিবিদক্ষিণ আফ্রিকা সফরে বাজে পারফরম্যান্সের পর জাতীয় দল থেকে বাদ পড়ে যান তাসকিন আহমেদ।  ত্রিদেশীয় এবং শ্রীলঙ্কা সিরিজে দলের বাইরে থাকা এই পেসার এখন কোর্টনি ওয়ালশের বিশেষ ক্যাম্পে অনুশীলনে ব্যস্ত।

জাতীয় দলের পেস বোলিং কোচ ওয়ালশের এই ক্যাম্প শুরু হয়েছে শুক্রবার। শনিবার দ্বিতীয় দিনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে প্রায় আড়াই ঘণ্টা অনুশীলনের পর তাসকিন সাংবাদিকদের বলেছেন, ‘জাতীয় দলের হয়ে গত চার বছরের অভিজ্ঞতা বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ।  যা করতে চাচ্ছি সেটা করতে না পারলে যত পরিকল্পনা করা হোক, সাফল্য পাওয়া সম্ভব নয়। এজন্য বেশি পরিশ্রম করছি, অ্যাকুরেসি আর ভ্যারিয়েশন নিয়ে বাড়তি কাজ করছি।‘

দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে খেলে মাত্র দুই উইকেট পেয়েছিলেন তাসকিন, একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টিতে ছিলেন উইকেট শূন্য। এর আগে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো খেলতে পারেননি, দুই ম্যাচে নিয়েছিলেন দুই উইকেট। তবে অতীতের ব্যর্থতা ভুলে আগামীতে জ্বলে ওঠার প্রত্যয় তার কণ্ঠে,  ‘আমার শক্তির জায়গা হলো গতি। সেই সঙ্গে ভ্যারিয়েশন আর অ্যাকুরেসির ওপরেও আমি জোর দেই ‍। শেষ দুটো সফরে খারাপ করলেও এর আগে নিজেকে প্রমাণ করেছি। হয়তো অ্যাকুরেসিতে ঝামেলা ছিল, ফিটনেসে ঘাটতি ছিল। ইনশাল্লাহ সামনে সব ঠিক হয়ে যাবে।’

ক্যাম্পে মনোযোগী ‘ছাত্র’ তাসকিন। ছবি-বিসিবিওয়ালশের বিশেষ ক্যাম্প পেসারদের অনেক উপকারে আসবে বলে মনে করেন তাসকিন, ‘ফাস্ট বোলারদের জন্য এই ক্যাম্প খুবই উপকারে আসবে। কোর্টনি ওয়ালশ আমাদের প্রতিটি বল যাচাই করছেন, বল ঠিক জায়গায় পড়ছে কিনা দেখছেন।  এখানে সবার অ্যাকুরেসিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ইয়র্কার, স্লোয়ার, লেংথ বল, ওয়াইড ইয়র্কার একেক দিন একেকটা বিষয়ে কাজ করা হবে। ক্যাম্পটা খুবই ভালো একটা উদ্যোগ। আশা করি, আগামী সিরিজে এই ক্যাম্প অনেক সাহায্য করবে।’

টানা কয়েকটি সিরিজে বোলাররা জ্বলে উঠতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশও তাই সাফল্য পায়নি। বোলারদের ব্যর্থতার জন্য কোচদের সমালোচনা হলেও তাসকিন নিজেদেরই দোষ দিচ্ছেন বেশি, ‘আমাদের বোলারদের স্কিলে সমস্যা আছে। অযথা কোচদের দোষ দিয়ে লাভ নেই। কোচরা ঠিকমতো পরিকল্পনা করছেন, উপদেশ দিচ্ছেন। আমাদেরই নিজেদের ঠিক করতে হবে, বাড়তি পরিশ্রম করতে হবে।’