বাংলাদেশকে নিয়ে সতর্ক ভারত

273960ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭ ম্যাচ খেলে সবগুলো হেরেছে। শেষবার নিদাহাস ট্রফির লিগে দুই ম্যাচে ৬ উইকেট ও ১৭ রানে হার। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি উজ্জীবিত জয়ে ফাইনালে সেই ভারতকে পাচ্ছে বাংলাদেশ। সিরিজে তাদের বিপক্ষে দুটি ম্যাচ সহজে জিতলেও এই দলকে নিয়ে সতর্ক ভারতীয়রা।

উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিকের মতে ফাইনালে কঠিন পরীক্ষা দিতে হতে পারে ভারতকে। বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো তারকাদের ছাড়া এই সিরিজ হেরে শুরু করেছিল তারা। এরপর টানা তিন ম্যাচ জিতে ভক্তদের আস্থা ফেরায় রোহিত শর্মারা। এখন শেষটাও সাফল্যমণ্ডিত করতে আশাবাদী কার্তিক, ‘দ্বিতীয় সারির দল নিয়ে খেললাম নাকি প্রথম সারির, ক্রিকেট পাগলজাতি হিসেবে ভারত সবসময় আমাদের কাছে জয় প্রত্যাশা করে। ’

বাংলাদেশের বিপক্ষে হারলে সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হবে মনে করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান. ‘বাংলাদেশের বিপক্ষে আমরা ম্যাচ জিতলে সেটা স্বাভাবিক। তারা বলবে- ও, ভালো। তোমরা জিতেছ বাংলাদেশের বিপক্ষে। কিন্তু হেরে গেলে বলবে, তোমরা হেরে গেলে। কী করছো তোমরা?এবারও তেমন কিছুই হবে। রোহিত আমাদের বলেছে, কয়েকজন শীর্ষ খেলোয়াড়ের অভাব থাকলেও আমরা গত এক বছরের মতো দারুণ ক্রিকেট খেলব।’

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ২১৫ রানের রেকর্ড রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। লিগের শেষ ম্যাচেও দুরন্ত তারা। টানটান উত্তেজনার ম্যাচটি জিতেছে ২ উইকেটে। এই বাংলাদেশকে নিয়ে তাই সমীহ ঝরলো কার্তিকের কণ্ঠে, ‘বাংলাদেশ খুব ভালো একটি দল, বিশেষ করে উপমহাদেশীয় কন্ডিশনে। তাদের দৃঢ়তার জন্য তারা ভালোভাবে পরিচিত। তারা সত্যিই অনেক চেষ্টা করে। টেস্ট মর্যাদা পেয়েছে তারা খুব বেশি দিন হয়নি। সেখান থেকে তারা সব ফরম্যাটেই উন্নতি করেছে।’ ক্রিকইনফো