শনিবার থেকে সুপার লিগ

DPL Logoঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ শুরু হচ্ছে আগামী শনিবার। পরদিন শুরু হবে রেলিগেশন লিগ।

সুপার লিগের ছয়টি দল হলো বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, লিজেন্ড অব রূপগঞ্জ, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সভা শেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক আমিন খান বলেছেন, ‘সুপার লিগের ছয়টি  ও রেলিগেশনের তিনটি ক্লাব নিয়ে মিটিং হয়েছে। আগামী শনিবার সুপার লিগ ও রবিবার রেলিগেশন লিগ শুরু হবে।’

সুপার লিগে দুই দিন বিরতি থাকার কথা জানিয়ে তিনি বলেছেন,  ‘সুপার লিগে দুই দিন গ্যাপ থাকবে, পাশাপাশি একদিন রিজার্ভ ও একদিন রিকওভারি ডে থাকবে।’

এবারের লিগ শুরু হওয়ার আগে সিসিডিএম কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছিল, সুপার লিগের কয়েকটি ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হতে পারে। আমিন খান অবশ্য এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলতে পারেননি, ‘লিগের শুরু থেকেই আমরা চেষ্টা করেছি এ ব্যাপারে। এখনও বিষয়টা চূড়ান্ত হয়নি, তাই কিছু বলা যাচ্ছে না। আমরা অবশ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

রেলিগেশন লিগে খেলবে পয়েন্ট টেবিলের শেষ তিনটি দল ব্রাদার্স ইউনিয়ন, অগ্রণী ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্র। সবচেয়ে কম পয়েন্ট সংগ্রহ করা দুই দল নেমে যাবে প্রথম বিভাগে। ব্রাদার্স ও অগ্রণী ব্যাংক ৮ পয়েন্ট আর কলাবাগান চার পয়েন্ট নিয়ে শুরু করবে রেলিগেশন লিগ।