সুপার এইটে ইউল্যাব ও ইউরোপিয়ান ইউনিভার্সিটির জয়

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ইউল্যাবের আরিফুর রহমানএকাদশ  ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেটের সুপার এইটে জিতেছে ইউল্যাব এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি।

শনিবার ইউল্যাব ৯ উইকেটে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি ৬৬ রানে সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে হারিয়েছে। দুটি ম্যাচই হয়েছে ইউল্যাবের মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে।

দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। জবাবে ১১ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে ইউল্যাব।

২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় বিজয়ী দলের আরিফুর রহমান।

পরের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৫ রান করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি। জবাব দিতে নামা সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইনিংস থেমেছে ৮ উইকেটে ১২৯ রানে।

৩২ বলে ৫৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির  মইন খান।