তুষারের সেঞ্চুরির পর সাইফউদ্দিনের তোপ

১৩০ রানের দুর্দান্ত ইনিংস এসেছে তুষার ইমরানের ব্যাট থেকেদুর্দান্ত সেঞ্চুরি করে দক্ষিণাঞ্চলকে এগিয়ে নিচ্ছিলেন তুষার ইমরান। কিন্তু শেষ বিকেলে মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে পূর্বাঞ্চল।  বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে ছয় রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে দক্ষিণাঞ্চল। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৯৯ রান।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চলের শেষের মতো শুরুটাও ভালো হয়নি। দলীয় ৪৪ রানে দুই ওপেনার শাহরিয়ার নাফীস (১৭) ও এনামুল হক বিজয়কে (৬) হারানোর পর তুষার ও ফজলে মাহমুদের ১৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দক্ষিণাঞ্চল।

প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৭০৪ রান করা ফজলে মাহমুদ এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু সোহাগ গাজীর ঘূর্ণিতে কট বিহাইন্ড হয়ে ১১ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি। তার ৮৯ রানের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা।

তুষারকে অবশ্য সেঞ্চুরি বঞ্চিত করতে পারেনি পূর্বাঞ্চল। একমাত্র বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়া এই ব্যাটসম্যান ফিরেছেন ১৩০ রান করে। ২২১ বলের দুর্দান্ত ইনিংসটি সাজানো ১৫টি চার ও একটি ছক্কায়।

তুষারের সৌজন্যে দারুণ একটা দিন শেষের অপেক্ষায় ছিল দক্ষিণাঞ্চল। কিন্তু এক ওভারে দুই উইকেট নিয়ে পূর্বাঞ্চলকে লড়াইয়ে ফেরানোর কৃতিত্ব সাইফউদ্দিনের। সাইফউদ্দিনের মতো ডানহাতি পেসার খালেদ আহমেদেরও শিকার দুই উইকেট।