রাজশাহীতে রাজ্জাক-জাদু

আব্দুর রাজ্জাকের শিকার ৬ উইকেট। (ফাইল ছবি)আবারও জ্বলে উঠলেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের এই স্পিনারের শিকার ৬ উইকেট। রাজশাহীতে রাজ্জাকের ভেল্কিতে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ৩০২ রানে। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৫০ রানে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিন শেষে বড় স্কোরের ইঙ্গিত ছিল মধ্যাঞ্চলের ব্যাটিংয়ে। তবে দ্বিতীয় দিনে বেশিদূর যেতে পারেনি তারা। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলকে ৩০২ রানে গুটিয়ে দেওয়ার পথে রাজ্জাক বল হাতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। প্রথম দিন ১ উইকেট পাওয়া এই স্পিনার বুধবার নিয়েছেন আরও ৫ উইকেট। সব মিলিয়ে ১০৬ রানে রাজ্জাকের শিকার ৬ উইকেট।

দক্ষিণাঞ্চলকে ১৯১ রানে অলআউট করে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে মধ্যাঞ্চল। শুরুটা মন্দ ছিল না তাদের। প্রথম দিন শেষ করে তারা ২ উইকেটে ১৫৪ রানে। তাতে দ্বিতীয় দিনে বড় সংগ্রহের ইঙ্গিতই ছিল। তবে মার্শাল আইয়ুবের (১৫) রান আউটের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণাঞ্চল। এরপর রাজ্জাকের স্পিন বিষে নীল মধ্যাঞ্চলের অধিনায়ক মাহমুদউল্লাহ (১৫)।

ওপেনার সাদমান ইসলাম অবশ্য হাঁটছিলেন সেঞ্চুরির পথে। যদিও তাকেও হতাশ করেন রাজ্জাক ৯৩ রানে আউট করে। এরপর এই স্পিনার একে একে তুলে নিয়েছেন মোশাররফ হোসেন (২৮), আবু হায়দার (০) ও ইরফান শুক্কুরের (৫৪) উইকেট।

মধ্যাঞ্চলকে ৩০২ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চল শুরুতেই খায় ধাক্কা। মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ফজলে মাহমুদ। তবে ইমরুল কায়েসকে (১০*) সঙ্গে করে দিনের বাকি সময় কাটিয়ে দিয়েছেন ওপেনার এনামুল হক (৩১*)। দ্বিতীয় ইনিংসে এখনও পিছিয়ে তারা ৬১ রানে।