বিপিএল শুরু ৫ অক্টোবর

bpl-logoবাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল শুরু হবে আগামী ৫ অক্টোবর।  বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন এ তথ্য।

বুধবার বিসিবির সভা শেষে তিনি বলেছেন, ‘৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিপিএল অনুষ্ঠিত হবে। তবে আমরা টুর্নামেন্ট একটু এগিয়ে ১ অক্টোবর থেকে শুরু করার চেষ্টা করবো। আপাতত  ৫ অক্টোবর শুরুর তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছি।’

গতবারের মতো এবারও ৭টি দল খেলবে এই আকর্ষণীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ষষ্ঠ বিপিএলে ভেন্যুর বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলেও বিদেশি খেলোয়াড় সংখ্যায় পরিবর্তন এসেছে। গত আসরে পাঁচ জন বিদেশি খেললেও এবার খেলতে পারবে সর্বোচ্চ চার জন।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা জানিয়ে দিচ্ছি, গতবার পাঁচ বিদেশি ক্রিকেটার খেলতে পারলেও এবার চার জনের বেশি একাদশে রাখা যাবে না।’

এবার চার জন পুরোনো খেলোয়াড় ‘রিটেইন’ বা ধরে রাখতে পারবে প্রতিটি দল। এই চার জন দেশি বা বিদেশি মিলিয়ে হতে পারে। এক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা রাখেনি বিসিবি।