বিশ্ব একাদশে আফ্রিদি-মালিক-পেরেরা

বিশ্ব একাদশের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দুটি স্টেডিয়াম। মেরামতের কাজে দরকার পড়া অর্থের জোগান দিতে লর্ডসে আয়োজন করা হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচের। যেখানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাওয়া বিশ্ব একাদশের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসেরা পেরেরা।

ক্যারিবিয়ানরা দল ঘোষণা করলেও বিশ্ব একাদশের স্কোয়াড পাওয়া যায়নি এখনও। তবে আগেই নিশ্চিত করা হয়েছিল লর্ডসের একমাত্র টি-টোয়েন্টিতে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক এউইন মরগান। এবার আরও তিন ক্রিকেটারের নাম জানা গেল। তহবিল সংগ্রহের এই ম্যাচে অংশগ্রহণের কথা নিজেরাই নিশ্চিত করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা তিন ক্রিকেটার।

২০০৯ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর জিতেছেন আফ্রিদি ও মালিক। আর ২০১৪ সালে বাংলাদেশের আসরে কুড়ি ওভার ক্রিকেটের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় পেরেরা।

‘আইসিসি ওয়েবসাইট’-এ প্রকাশিত বক্তব্যে অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী তিনি ক্রিকেটার। আফ্রিদি বলেছেন, ‘আমি ভাগ্যবান এমন একটি কাজে অংশ নিতে পেরে। ক্রিকেট অনেক বড় পরিবার; যখন একে অন্যের বিরুদ্ধে খেলি, সেটা অন্য ব্যাপার, তবে সবকিছু মিলিয়ে আমরা একটা দলই।’ ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিদি খেলেছেন লর্ডসে। ক্রিকেট তীর্থে ফেরার উচ্ছ্বাসও ছিল তার কণ্ঠে।

শোয়েব মালিকও নিজেকে গর্বিত মনে করছেন, ‘এটা অনেক সম্মান ও গর্বের ব্যাপার যে বিশ্ব একাদশের দলে আমি জায়গা পেয়েছি। বিশ্ব ক্রিকেটে নামি সব খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারায় দারুণ এক সুযোগ এটি।’ পেরেরার কাছে এই সুযোগটা এমন, ‘লাহোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর বিশ্ব একাদশে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে আমি গর্বিত। সামনের মাসের লর্ডসের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

তহবিল সংগ্রহের এই ম্যাচটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩১ মে লর্ডসের ম্যাচ থেকে আয় করা টাকা খরচ করা হবে অ্যাঙ্গুইলার জেমস রোল্যান্ড ওয়েবস্টার ও ডোমিনিকার উইন্ডসর পার্ক স্টেডিয়ামের মেরামত কাজে। হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম দুটি। আইসিসি ওয়েবসাইট