মিঠুনের সেঞ্চুরিতে বড় লিডের পথে দক্ষিণাঞ্চল

মোহাম্মদ মিঠুন খেলেছেন ১১৮ রানের ইনিংসদ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষ করেছে তারা ৬ উইকেটে ৩৪৮ রানে। তাতে মধ্যাঞ্চলের বিপক্ষে পেয়েছে তারা ২৩৭ রানের লিড।

প্রথম ইনিংস মোটেও ভালো কাটেনি দক্ষিণাঞ্চলের, অলআউট হয়েছিল মাত্র ১৯১ রানে। তবে দ্বিতীয় ইনিংসে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে রয়েছে পথে লিডের পথে। মিডল অর্ডারে মোহাম্মদ ‍মিঠুন ও তুষার ইমরানের চমৎকার ব্যাটিংয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে রাজশাহীর ম্যাচে সুবিধাজনক জায়গায় এখন দক্ষিণাঞ্চল।

সেঞ্চুরি পেয়েছেন মিঠুন, তার সঙ্গে পঞ্চম রাউন্ডেরও সেঞ্চুরির পথে হাঁটছিলেন তুষার ইমরান। ঘরোয়া ক্রিকেটের এই রানমেশিন একটুর জন্য মিস করেছেন সেঞ্চুরি। চতুর্থ রাউন্ডের দুই ইনিংসেই শতকের দেখা পাওয়া তুষার এবার খেলেছেন ৮৮ রানের কার্যকরী ইনিংস। ১২১ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১০ চার ও ১ ছক্কায়।

তুষার মিস করলেও মিঠুন সুযোগ হাতছাড়া করেননি। এই ব্যাটসম্যান পূরণ করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটের ১২তম সেঞ্চুরি। মোশাররফ হোসেনের বলে আউট হওয়ার আগে করেন ১১৮ রান। ২০০ বলের চমৎকার ইনিংসটি মিঠুন সাজান ১৬ চার ও ১ ছক্কায়।

তুষার-মিঠুনের ১৯৩ রানের জুটি গড়ার আগে দক্ষিণাঞ্চল তৃতীয় দিন শুরু করেছিল ১ উইকেটে ৫০ রান নিয়ে। ৩১ রান নিয়ে দিন শুরু করা এনামুল হক বেশিদূর যেতে পারেননি, আউট হয়েছেন ৪৫ রান করে। ইমরুল কায়েসও ভালো শুরু করে ফিরে যান ৩০ রানে। শুরুর ওই ধাক্কা কাটিয়ে চমৎকার ব্যাটিংয়ে দক্ষিণাঞ্চলের বড় লিডের ভিত গড়ে দিয়েছে তুষার-মিঠুনের জুটি।

তাদের আউটের পর অধিনায়ক নুরুল হাসান সুবিধা করতে পারেননি। এই উইকেটরক্ষক আউট হয়ে গেছেন ১৪ রান করে। দিনের বাকি সময়টা অবশ্য কাটিয়ে দিয়েছেন মোসাদ্দেক হোসেন (২২*) ও জিয়াউর রহমান (১৭*)।

তৃতীয় দিন শেষে মধ্যাঞ্চলের সবচেয়ে সফল বোলার মোশাররফ হোসেন ৮০ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট। আর ২ উইকেট পেয়েছেন তানভীর হায়দার।