কাঁধের ইনজুরিতে মোসাদ্দেক

মোসাদ্দেক হোসেনইনজুরি আর মোসাদ্দেক হোসেন যেন একে অন্যের পরিপূরক! চোখের ইনজুরি থেকে সেরে ওঠে ফর্মে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছিলেন, এর মধ্যেই এবার কাঁধের ইনজুরিতে পড়েছেন এই তরুণ। বুধবার বিসিএলের পঞ্চম রাউন্ডে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মোসাদ্দেক।

রাজশাহীতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে মাঠে নেমেছে মধ্যাঞ্চল। মোসাদ্দেক খেলছেন দক্ষিণাঞ্চলের হয়ে। প্রথম দিন সঙ্গীর অভাবে ২১ রানের অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পেলেও তৃতীয় দিনে দলের প্রয়োজনে আবারও ব্যাট হাতে নামেন মোসাদ্দেক। দ্বিতীয় ইনিংসেও ২২ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন।

শুক্রবার ঢাকায় ফিরে কাঁধের এক্স-রে করানোর পরই আসলে বোঝা যাবে মোসাদ্দেকের ইনজুরি কোন পর্যায়ের। তার চোটের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘মোসাদ্দেক আবারও ইনজুরিতে পড়েছে। বুধবার ফিল্ডিং করতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছে সে।’

২০১৭ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও ২০১৮ সালের চুক্তি থেকে বাদ পড়েছেন এই তরুণ অলরাউন্ডার। তার বাদ পড়ার ব্যাপারে নান্নু বলেছেন, ‘ইনজুরি থেকে ফিরে ওর পারফরম্যান্স ভালো ছিল না। এই কারণেই বাদ দেওয়া হয়েছে। আবারও ভালো খেললে তার সুযোগ থাকবে কেন্দ্রীয় চুক্তিতে ফেরার।’

২০১৭ সালের জুন থেকে ইনজুরির সঙ্গে ‘বন্ধুত্ব’ বেড়েছে মোসাদ্দেকের। চোখের ইনজুরি থেকে ফিরে বিপিএল  খেললেও সেভাবে আলো ছড়াতে পারেননি। ঢাকা লিগ, জাতীয় লিগের পর বিসিএলেও রান নেই তার ব্যাটে। এর মধ্যেই আবারও ইনজুরির শিকার মোসাদ্দেক।