মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ ড্র

ব্যাট করছেন নুরুল হাসান সোহান। ছবি- বিসিবি।দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণাঞ্চল। শেষ দিন ৮ উইকেটে ৪৮৪ রানে ইনিংস ঘোষণা করে ৩৭৪ রানের লক্ষ্য দিয়েছিল মধ্যাঞ্চলকে। তবে মধ্যাঞ্চল জিততে পারেনি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচটি ড্র হয়েছে।

রাজশাহীতে বৃহস্পতিবার ৬ উইকেটে ৩৪৮ রানে তৃতীয় দিন শেষ করেছিল নুরুল হাসান সোহানের দক্ষিণাঞ্চল। তৃতীয় দিন সেঞ্চুরি করেছিলেন মিঠুন। আজ শেষ দিনে ১০২ রানে অপরাজিত থেকে দলের পুঁজি সমৃদ্ধ করেছেন কাঁধে চোট পাওয়া মোসাদ্দেক হোসেন। চোট পেলেও তাকে সংকল্প থেকে সরাতে পারেনি প্রতিপক্ষ। মোসাদ্দেকের ১০৭ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছয়। নাঈম হাসান ৪৩ রান করে সাজঘরে ফেরার পর ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল।

৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নামা মধ্যাঞ্চল ৫৫ ওভার খেলার সুযোগ পায় শেষ দিনে। মাহমুদউল্লাহ রিয়াদের দল ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৮ রান। ওপেনার সাইফ হাসান ৪৩ রান করে দলকে ভালো সূচনা এনে দিয়েছিলেন। দলীয় ৪৬ রানে আরেক ওপেনার সাদমান ইসলাম ১৮ রানে ফিরে যান।

দলীয় ৭৬ রানে সাইফ ফেরার পর মার্শাল আইয়ুবকে নিয়ে জুটি গড়েন আব্দুল মজিদ। সর্বোচ্চ ৬০ রানে অপরাজিত থাকেন তিনি। আইয়ুব ১৬ রানে ফিরে গেলে দ্রুত উইকেটের পতন ঘটে মধ্যাঞ্চলের। তানবীর হায়দার ও ইরফান শুক্কুর সাজঘরে ফিরলে বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দলকে রক্ষা করেন মোশাররফ হোসেন ও আব্দুল মজিদ। মোশাররফ অপরাজিত থাকেন ১২ রানে।

দক্ষিণাঞ্চলের পক্ষে তিনটি উইকেট নেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক, একটি করে উইকেট নাঈম হাসান ও কামরুল ইসলাম রাব্বির। ম্যাচসেরা হন দুই ইনিংসে ৯ উইকেট নেওয়া রাজ্জাক।