মোস্তাফিজের ১ উইকেট, সাকিবের ২ রান

সাকিবকে রান আউট করে রোহিতের উল্লাসআবারও মুখোমুখি হয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান, এবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যেখানে প্রথম ইনিংস শেষে পারফরম্যান্সে সাকিবের চেয়ে এগিয়ে মোস্তাফিজ। মঙ্গলবার বাঁহাতি অলরাউন্ডার ব্যাট হাতে বলার মতো অবদান রাখতে না পারলেও বাঁহাতি পেসার নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি শেষ উইকেট শিকার করেছেন।

এই আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৮ রানে অলআউট হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১৮.৪ ওভারে শেষ হয় তাদের ইনিংস।

টস জিতে ফিল্ডিং নিয়ে দ্বিতীয় ওভারে মিচেল ম্যাকক্লেনাঘান জোড়া আঘাত করেন হায়দরাবাদের ব্যাটিং লাইনে। শিখর ধাওয়ান মাত্র ৫ রানে আউট হওয়ার ২ বল পর রানের খাতা না খুলে বিদায় নেন ঋদ্ধিমান সাহা।

ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি হায়দরাবাদ। মনীষ পান্ডে ১৬ রানে আউট হওয়ার পর সাকিব খেলতে পেরেছেন মাত্র ৪টি বল। মাত্র ২ রান করে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তিনি।

মোস্তাফিজের উল্লাসহার্দিক পান্ডিয়া ও মায়াঙ্ক মারকান্দের উইকেট উদযাপনের সঙ্গে মোস্তাফিজ দারুণ অবদান রাখেন হিসেবি বল করে। প্রথম ৩ ওভারে মাত্র ১২ রান দেওয়া এই বাঁহাতি পেসার তার শেষ ওভারের চতুর্থ বলে ইউসুফ পাঠানকে ২৯ রানে পান্ডিয়ার ক্যাচ বানান। ওই উইকেটেই সাবেক ক্লাবকে গুটিয়ে দেন মোস্তাফিজ। ৩.৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট তার। হায়দরাবাদের ব্যাটিং ব্যর্থতার দিনে উইলিয়ামসনও খেলেন ২৯ রানের সেরা ইনিংস।

মুম্বাইয়ের পক্ষে ম্যাকক্লেনাঘানের সমান ২টি করে উইকেট নেন পান্ডিয়া ও মারকান্দে।

আগের ম্যাচে ৩ উইকেট নিয়েও হতাশায় মাঠ ছাড়তে হয়েছিল মোস্তাফিজকে। ঘরের মাঠে হায়দরাবাদ শেষ বলে জিতেছিল ১ উইকেটে। ক্রিকইনফো