‘আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে’

শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন। ছবি-বিসিবিম্যানেজার খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানে সোমবার শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। আগামী মাসের শুরুতে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সুজনের বিশ্বাস, ব্যাটিং-বোলিং-স্কিল সব কিছুতেই আফগানিস্তানের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ।

অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট মাথায় রেখেই ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন হচ্ছে। বোলাররা নতুন বল আর পুরোনো বলে কিভাবে বোলিং করবে সেসব নিয়ে কাজ হচ্ছে। ব্যাটসম্যানরাও আক্রমণাত্মক ব্যাটিংয়ের অনুশীলন করছে। আমি মনে করি, স্কিলে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক ভালো।’

এবারের আইপিএলের দুই আলোচিত স্পিনার আফগানিস্তানের রশিদ খান ও মুজিবুর রহমান। সুজনের নজর অবশ্য দুই তরুণ স্পিনার নয়, পুরো আফগান দলের দিকে, ‘উইকেট স্পিন-বান্ধব হলে আমাদের জন্যই ভালো। কারণ ওদের ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে তেমন ভালো নয়। আমরা অবশ্য যে কোনও ধরনের উইকেটের জন্য প্রস্তুত। ওদের দুই স্পিনার রশিদ আর মুজিবকে আমরা থ্রেট হিসেবে দেখছি না।  এই দুজনের ৮ ওভার ছাড়া আমাদের আরও ১২ ওভার খেলতে হবে, আর ওই ১২ ওভার খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক খেলতে পারলে তেমন সমস্যা হবে না।’

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে আফগানিস্তান অষ্টম স্থানে, আর বাংলাদেশের অবস্থান দশম। তবে সুজন র‌্যাংকিং নিয়ে মোটেও ভাবছেন না, ‘আমাদের জন্য এই সিরিজ জেতা জরুরি, আর সিরিজ জিতলে র‌্যাংকিংয়ে এগিয়ে যাবই। র‌্যাংকিং নিয়ে ভেবে আসলে লাভ নেই। আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আছে আমাদের। যে কোনও কন্ডিশনেই আমরা ভালো দল। আমাদের ব্যাটিং-বোলিং ওদের চেয়ে ভালো। ওদের বিশ্বসেরা স্পিনার আছে ঠিকই, কিন্তু দলটা ভারসাম্যপূর্ণ নয়। আমরা ডিসিপ্লিন ঠিক রেখে বেটার ক্রিকেট খেলতে পারলে আফগানিস্তানকে হারানো কঠিন কিছু নয়।’

আগামী ২৯ মে দেরাদুনে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ৩ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আরেকটু আগে গেলে ভালো হতো কিনা প্রশ্নে সুজনের জবাব, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমরা বেশি চাপ নিতে চাই না। অবশ্যই সিরিজটা জিততে হবে। তবে খেলোয়াড়দের কথাও মাথায় রাখতে হবে। তামিম-মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহর মতো সিনিয়রদের কেউ ইনজুরিতে পড়লে ভীষণ সমস্যা হবে আমাদের। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় হাতে পাবো আমরা।’