লর্ডস টেস্টে আমির ‘শতভাগ ফিট’

মোহাম্মদ আমিরআয়ারল্যান্ডের বিপক্ষে মাঠ ছেড়ে বেরও হয়ে যেতে হয়েছিল, এরপর দুই দিনের প্রস্তুতি ম্যাচে বসেছিলেন বেঞ্চে- মোহাম্মদ আমিরের লর্ডস টেস্ট খেলা নিয়ে জন্মে তাই সংশয়ের মেঘ। তবে পাকিস্তান কোচ মিকি আর্থার সব সংশয় দূর করে জানিয়েছেন, ইংল্যান্ডের মুখোমুখি হতে ‘শতভাগ’ ফিট এই পেসার।

ডাবলিনে আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে উইকেটের ‘সেঞ্চুরি’ করেছেন আমির। যদিও পাকিস্তানের ৫ উইকেটে জেতা ম্যাচটিতে হাঁটুতে চোট পান ২৬ বছর বয়সী পেসার। যে কারণে লিস্টারশায়ারের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি তার। তাই বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া লর্ডস টেস্টে আমিরের খেলা নিয়ে জন্মে শঙ্কা।

যদিও আর্থার নিশ্চিত করেছেন, ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে নামতে প্রস্তুত আমির। ‘স্কাই স্পোর্টস’কে পাকিস্তানের কোচ বলেছেন, ‘ও শতভাগ ফিট। আমির ভালো আছে ও খেলার জন্য প্রস্তুত।’ তাহলে প্রস্তুতি ম্যাচে খেলেননি কেন? রোটেশনের কারণেই এমনটা হয়েছে বলে জানিয়েছেন আর্থার, ‘আমরা ওকে বাইরে রেখেছিলাম রোটেশনের কারণে। (মোহাম্মদ) আব্বাস প্রথম (প্রস্তুতি) ম্যাচে বাইরে ছিল, হাসান (আলী) দ্বিতীয় ম্যাচে খেলেনি, তাই তৃতীয় ম্যাচে ছিল না ও (আমির)।’

২০১৬ সালে সবশেষ ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। ২-২ সমতায় শেষ হওয়া ওই সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার ইংলিশদের ঘায়েল করতে চান আর্থার। আর সেটা লর্ডস টেস্ট দিয়েই শুরু করার আশা তার, ‘অবশ্যই আমরা পারব। না জেতার জন্য তো আর আমরা এখানে আসিনি। ড্রেসিংরুমে দুর্দান্ত দক্ষতার সব খেলোয়াড় আছে, যারা তরুণ ও নির্ভীক।’ স্কাই স্পোর্টস