মিরপুরে ফিরলেন ওয়ালশ

জড়িয়ে ধরে ওয়ালশের কোলেই উঠে পড়লেন মুশফিক! ছবি: বিসিবিবাংলাদেশের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে ১৩ মে। ফিজিও মারিও ভিল্লাভারায়েনের অধীনে ফিটনেস ক্যাম্প শেষে এখন চলছে স্কিল অনুশীলন। ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশের অনুপস্থিতিতে এতদিন স্কিল অনুশীলনের দায়িত্ব সামলেছেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন সাবেক ক্যারিবিয়ান পেসার। তার অধীনে মিরপুরের মূল মাঠে কঠোর অনুশীলন করেছেন আফগানিস্তান সিরিজের স্কোয়াডের থাকা প্রায় সবাই, ছিলেন না কেবল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিব আইপিএল খেলতে এখনও ভারতে, অন্যদিকে দুদিন আগে দেশে ফিরলেও মোস্তাফিজ এখনও সাতক্ষীরায়।

বৃহস্পতিবার দুপুরে টাইগারদের অনুশীলন শুরু হয়। ওয়ালশের আসার আগেই ক্রিকেটাররা ওয়ার্ম-আপে ব্যস্ত হয়ে পড়েন। এর মাঝেই অনেকদিন পর গুরুকে কাছে পেয়ে ক্রিকেটারদের চোখে মুখে যেন বাধভাঙা উচ্ছ্বাস।  সবার আগে মুশফিক ঝাঁপিয়ে কোপে উঠে পড়েন ওয়ালশের। বাদ যাননি তামিম-মাহমুদউল্লাহও। এরপর সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ভারপ্রাপ্ত এই প্রধান কোচ।

অনেকদিন পর ওয়ালশকে পেয়ে তামিমের রসিকতা। ছবি: বিসিবিশুভচ্ছা পর্ব শেষ হতেই ব্যস্ত হয়ে পড়েন ওয়ালশ। ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে ব্রিফ করেন ক্রিকেটারদের। সেই আলোচনাতে হয়তো আফগানিস্তান সিরিজের রণকৌশলই উঠে এসেছে। এরপর বিকেল ৫টা পর্যন্ত টানা স্কিল অনুশীলন করেছেন তামিম-মুশফিকরা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ২৯ মে ভারতের বিমানে ওঠার আগে আরও দুই দিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর দুদিন বিশ্রাম নিয়ে দেশ ছাড়বে বাংলাদেশ। আফগানিস্তান সফরে টাইগাররা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।