৩ বছর পর উইন্ডিজ টেস্ট দলে ডেভন স্মিথ

ডেভন স্মিথপ্রায় ৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরেছেন ডেভন স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে হোম টেস্ট সিরিজে নির্বাচকরা ডেকেছেন নবাগত উইকেরক্ষক ব্যাটসম্যান জাহমার হ্যামিলটনকে।

আগামী ৬ জুন থেকে শুরু এই সিরিজের জন্য ১৩ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ২০১৭ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলা দলের ব্যাটসম্যান সুনীল আমব্রিস ও জার্মেইন ব্ল্যাকউড, অলরাউন্ডার রেমন রেইফার ও ফাস্ট বোলার আলজারি জোসেফ বাদ পড়েছেন।

৩৬ বছর বয়সী স্মিথ শেষ টেস্ট খেলেছিলেন ২০১৫ সালের ইংল্যান্ড সফরে। ঘরোয়া টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখানোয় আবারও জায়গা হলে তার। ২০১৭-১৮ মৌসুমের আঞ্চলিক চার দিনের টুর্নামেন্টে ১০ ম্যাচে ৮৪.২৩ গড়ে ১০৯৫ রান করেছেন তিনি।

উইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডউরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিলটন, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিয়েরন পোলার্ড, কেমার রোচ ও ডেভন স্মিথ। ক্রিকইনফো