ফাইনালে সাকিবদের রান ১৭৮

উইলিয়ামসনের সঙ্গে সাকিবের জুটিতে শক্ত ভিত গড়ে হায়দরাবাদইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয় শিরোপা জিততে চেন্নাই সুপার কিংসকে ১৭৯ রানের টার্গেট দিলো সানরাইজার্স হায়দরাবাদ। রবিবারের ফাইনালে ৬ উইকেটে ১৭৮ রান করতে কেন উইলিয়ামসন ও ইউসুফ পাঠানের সঙ্গে ছোট ঝড় তুলেছিলেন সাকিব আল হাসানও।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় চেন্নাই। মাত্র ১৩ রানে শ্রীবৎস গোস্বামীকে ফেরায় তারা। তারপর কেন উইলিয়ামসন ও শিখর ধাওয়ানের ৫১ রানের জুটিতে প্রতিরোধ গড়ে হায়দরাবাদ।

২৫ বলে ২৬ রানে রবীন্দ্র জাদেজার কাছে বোল্ড হন ধাওয়ান। এরপর সাকিব ৩৭ রানের জুটি গড়েন উইলিয়ামসনের সঙ্গে। ৩৬ বলে উইলিয়ামসন ৪৭ রানে আউট হলে বাংলাদেশি ব্যাটসম্যান ৩২ রান যোগ করেন ইউসুফকে নিয়ে।

১৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৩ রানে ব্রাভোর বলে রায়নার ক্যাচ হন সাকিব। শেষ দিকে ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে ইউসুফ ঝড় তোলেন। ৩৪ রান করেন তারা শেষ ৩ ওভারে। চারটি চার ও দুটি ছয়ে ২৫ বলে ৩৫ রানে টিকে ছিলেন ইউসুফ। শেষ বলে ২১ রানে আউট হন ব্র্যাথওয়েট।