নিউজিল্যান্ড কোচের পদত্যাগ

মাইক হেসনবিশ্বকাপ হতে আর এক বছরও নেই। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন হঠাৎ করে জানালেন তিনি পদত্যাগ করছেন।

বৃহস্পতিবার অকল্যান্ডে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ৪৩ বছর বয়সী কোচ। নিউজিল্যান্ড ক্রিকেট মিডিয়া এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থেকে দূরে থাকতে চেয়েছেন হেসন। তাছাড়া স্ত্রী ও সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান তিনি।

জুলাইয়ে দল ছাড়ছেন হেসন। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে। নিউজিল্যান্ড ক্রিকেটের নির্বাহী প্রধান ডেভিড হোয়াইট বলেন, হেসনকে থেকে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছেন। তবে তার সিদ্ধান্তকে সম্মান করেন এই কর্মকর্তা।

৬ বছরের মেয়াদে হেসনের নিউজিল্যান্ডের শীর্ষ সফলতা গত বিশ্বকাপের ফাইনাল। প্রথমবার শিরোপার লড়াইয়ে উঠেছিল তারা, কিন্তু হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। তাছাড়া দেশের মাটিতে টেস্ট ক্রিকেটেও দারুণ দাপট ছিল কিউইদের। হেসনের অধীনে তারা ১১ সিরিজের মাত্র দুটি হেরেছে।

নিউজিল্যান্ডের পরের আন্তর্জাতিক সিরিজ অক্টোবরে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানকে খেলবে ব্ল্যাক ক্যাপরা, তার আগেই বোর্ডকে খুঁজতে হবে নতুন কোচ। ক্রিকইনফো