ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে স্ট্যান্ডবাই মোস্তাফিজ

iনতুন কোচ স্টিভ রোডসের অধীনে শুরু হচ্ছে বাংলাদেশের পথচলা। আগামী জুলাইয়ের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন সাকিব আল হাসানরা। এই সফরের জন্য বাঁহাতি অলরাউন্ডারের নেতৃত্বে ১৫ জনের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে স্ট্যান্ডবাই রেখে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ।

ইনজুরির কারণে সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও ছিলেন না মোস্তাফিজ। তাকে ছাড়াও আরও চার জন খেলোয়াড় স্ট্যান্ডবাইয়ের তালিকায় আছেন।

১৫ জনের এই দলে মোস্তাফিজ ছাড়াও নেই তাসকিন আহমেদ ও সাব্বির রহমান। অবশ্য দুজনের কেউই শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না। ওই সিরিজে ছিলেন মোস্তাফিজ। চোট কাটিয়ে ফিটনেস ফিরে পেলেই ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হবে তাকে।

নতুন কোচ রোডসের অধীনে আগামী ২০ জুন মিরপুরের একাডেমিতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০ জুন নতুন কোচ স্টিভ রোডসের কাছে রিপোর্ট করবেন টেস্ট দলের খেলোয়াড়রা। সেখানে দুই দিন নতুন কোচের অধীনে অনুশীলন করে ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ।’

দুই টেস্টের সিরিজ দিয়ে এই সফর শুরু হবে ৪ জুলাইয়ে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ১২ জুলাই। তারপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

১৫ জনের টেস্ট স্কোয়াড: 

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

স্ট্যান্ডবাই: ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মোস্তাফিজুর রহমান।