দীর্ঘ প্রতীক্ষা শেষে তুষারের উচ্ছ্বাস

তুষার ইমরান২০০৭ সালের পর বাংলাদেশের কোনও দলের পক্ষে খেলার সুযোগ হয়নি তুষার ইমরানের। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ ‘এ’ দলে সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। ‘এ’ দলে ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০০৭ সালের জুলাইয়ে, সর্বশেষ ওয়ানডে সে বছরের ৩১ ডিসেম্বর। গত বছর প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করা তুষার অনেক দিন পর সুযোগ পেয়ে দারুণ খুশি। বাংলা ট্রিবিউনকে ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান বলেছেন, ‘১১ বছর পর বিসিবির কোনও দলে সুযোগ পেলাম। এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এই স্টেপে ভালো খেলতে পারলে পরের স্টেপে সুযোগ আসবে। জাতীয় দল থেকে বাদ পড়ে অনেকেই হারিয়ে গেছে। সেখানে আমি ব্যতিক্রম। আমি এবং রাজ্জাক (বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক) অনন্য নজির স্থাপন করেছি। ভবিষ্যতে যে কোনও সময় সুযোগ আসতে পারে ভেবে ভরসা পাবে সবাই।’

এটাকে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার হিসেবে দেখছেন তুষার, ‘অনেক দিন ধরেই ভালো খেলছি। বলা যায়, তারই পুরস্কার হিসেবে সুযোগ পেলাম। এটা আমাকে আরও ভালো খেলতে উৎসাহিত করবে। এখান থেকে পরের স্টেজে যেতে পারলে স্বপ্ন পূরণ হবে, এত দিনের পরিশ্রমও সার্থক হবে।’

গত মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে ৬ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি সহ ৫৩.৮৫ গড়ে ৩৭৭ রান করেছিলেন তিনি। বড় দৈর্ঘ্যের আরেক প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগে ৬ ম্যাচে দুটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি সহ ৯১.৩৭ গড়ে তার রান ছিল ৭৩১। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই তুষারকে উপেক্ষা করতে পারেননি নির্বাচকরা, সুযোগ দিয়েছেন ‘এ’ দলে। সুযোগটা কাজে লাগিয়ে জাতীয় দলের ফেরার লক্ষ্য এই অভিজ্ঞ ব্যাটসম্যানের, “জাতীয় দলে ফেরার জন্য ‘এ’ দলের সিরিজটা ভালো সুযোগ। কয়েক বছর ধরেই আমি লঙ্গার ভার্সন ক্রিকেটে ভালো খেলছি। আশা করি, সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারবো। নির্বাচকরা আমার ওপর আস্থা রেখেছেন। তাদের আস্থার প্রতিদান দিতে চাই।’

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনটি করে চার দিনের ম্যাচ এবং ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ২৬ জুন প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে কক্সবাজারে। এই ম্যাচের জন্য ঘোষিত দলে সুযোগ পেয়ে তুষারের উপলব্ধি, ‘আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমি জানি, আমার দিকে সবার নজর থাকবে। তবে আমার ওপরে কোনও চাপ নেই। এমন সুযোগ সবাই পায় না। আমি চেয়েছিলাম জাতীয় দলে ফেরার আগে অন্য কোনও ম্যাচ খেলতে। নিজের অবস্থা ভালো মতো বোঝার জন্যই এটা চেয়েছিলাম।’