সিলেটে মোস্তাফিজের প্রত্যাবর্তন ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে দেশের মাঠে প্রস্তুতির সুযোগ পাচ্ছেন কাটার-মাস্টারলাক্কাতুরা এলাকায় সবুজের সান্নিধ্যে থাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ‍শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ দলের শেষ আনঅফিশিয়াল টেস্ট। চার দিনের ম্যাচটি মোস্তাফিজুর রহমানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে দেশের মাঠে এটাই কাটার-মাস্টারের প্রস্তুতির শেষ সুযোগ।

অনেক দিন খেলার মধ্যে নেই মোস্তাফিজ। মে মাসে আইপিএল খেলে পায়ের চোট নিয়ে ফেরার পর একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি বাঁহাতি পেসারের। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না, বড় দৈর্ঘ্যের বাংলাদেশ ক্রিকেট লিগেও খেলেননি। আসলে বল করার মতো ফিটনেসই ছিল না তার।

ইনজুরি থেকে সেরে উঠে মাত্র গত সপ্তাহে মিরপুর ক্রিকেট একাডেমির নেটে ছোট রান-আপে বোলিং শুরু করেন মোস্তাফিজ। ধীরে ধীরে রান-আপ বাড়িয়ে টানা বোলিং করার মতো ফিটনেস ফিরে পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দিতেই তাকে রাখা হয়েছে ‘এ’ দলে।

চট্টগ্রামে প্রথম দুটি আনঅফিশিয়াল টেস্ট ড্র হওয়ায় দুই দলের সামনেই এখন সিরিজ জয়ের সুযোগ। লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগের ম্যাচ খেলা কয়েকজন এবার দলে নেই। তবু আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। চার দিনের ম্যাচে রেজাল্ট বের করা খুব কঠিন। তবে আমরা জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’

মোস্তাফিজের মতো জুবায়ের হোসেনের জন্যও এটা প্রত্যাবর্তন ম্যাচ। গত অক্টোবরে সিলেটেই সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি। বাংলাদেশ ‘এ’-আয়ারল্যান্ড ‘এ’ দলের সেই আনঅফিশাল টেস্টে তার শিকার ছিল তিন উইকেট। এরপর বাজে পারফরম্যান্সের কারণে ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ তরুণ লেগস্পিনার, ‘আমার বোলিং আগের চেয়ে ভালো হচ্ছে, ভ্যারিয়েশন বেড়েছে, স্টক বলগুলো ব্যবহার করতে পারছি। জাতীয় দলে ফিরতে পারফর্ম করতে হবে। সিলেটে নিজের সেরাটা দিয়ে বোলিং করতে চেষ্টা করবো।’

মোস্তাফিজ খেললেও ওয়ানডে দলে সুযোগ পাওয়া সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও আবু হায়দার রনি সিলেটে যাননি, চট্টগ্রাম থেকে চলে এসেছেন ঢাকায়। ১৩ জুলাই ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও মোস্তাফিজ সহ সবার ক্যারিবিয়ানের পথে রওনা হওয়ার কথা।

আনঅফিশিয়াল টেস্ট সিরিজ শেষে সিলেটেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ‘দ্বিতীয়’ দল।