ইনজুরিতে ছিটকে গেলেন শফিউল

শফিউল ইসলামরুবেল হোসেনের বদলি হয়ে জ্যামাইকা টেস্টে শফিউল ইসলামের থাকা অনেকটাই নিশ্চিত ছিল। কিন্তু গোড়ালির চোটে পড়ে ছিটকে গেলেন এই পেসার।

ম্যাচের আগের দিন বুধবার ফিল্ডিং অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে চোট পান শফিউল। এরপর স্থানীয় হাসপাতালে এক্স-রে করার পর জানা যায় তার হাঁড়ে কোনও চিড় না ধরা পড়লেও গোড়ালি ও লিগামেন্ট মচকে গেছে।

সেরে উঠতে তিন থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে শফিউলকে। তারপর বোঝা যাবে ইনজুরির অবস্থা।

জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের বরাত দিয়ে বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু দ্বিতীয় টেস্টের জন্য শফিউল তাদের বিবেচনায় থাকছেন না। আগামী তিন থেকে ছয় সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হবে।

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে জ্যামাইকাতেই থাকবেন শফিউল। দেশে ফিরবেন এই ম্যাচ শেষ হওয়ার পর। ওয়েস্ট ইন্ডিজ সফরে কেবল টেস্ট দলেই ছিলেন তিনি।