কম সময়ে দ্রুততম ৬ হাজার রান রুটের

এজবাস্টন টেস্টে জো রুটটেস্ট অভিষেক হয়েছে তার ২০১২ সালে। মাঝের এই সময়টাতেই টেস্ট ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করেছেন জো রুট। যাতে ইংলিশ অধিনায়ক গড়লেন নতুন এক কীর্তি, সবচেয়ে কম সময়ে দ্রুততম ৬ হাজার রানের মালিক এখন তিনিই।

এজবাস্টনে শুরু হয়েছে ইংল্যান্ড-ভারতের প্রথম টেস্ট। বুধবার প্রথম দিনেই মাইলফলকটি স্পর্শ করেন রুট। টেস্ট ক্যারিয়ারের ১২৭তম ইনিংসে নামা এই ব্যাটসম্যান ৬ হাজার রান থেকে ছিলেন ৪০ রান দূরে। স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে বাউন্ডারি মেরে সবচেয়ে কম সময়ে মাইলফলকটি স্পর্শ করেন ২৭ বছর বয়সী রুট।

৬ হাজার রান করতে রুটের লেগেছে ৫ বছর ২৩১ দিন। তার আগে সময়ের হিসাবে সবচেয়ে দ্রুততম এই ক্লাবের সদস্য হয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ইংলিশ ওপেনার ৬ হাজার রান করেছিলেন ৫ বছর ৩৩৯ দিনে। ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে তার এই রেকর্ডটি নিজের করে নিলেন রুট।

ইনিংসের হিসাবে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড অবশ্য ডন ব্র্যাডম্যানের। এই কিংবদন্তি মাত্র ৬৮ ইনিংসে পৌঁছেছিলেন এই জায়াগায়। যেখানে রুটের খেলতে হয়েছে ১২৭ ইনিংস।

কম সময়ে দ্রুততম ৬ হাজার রানের তালিকার শীর্ষ দুইয়ে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানের থাকাটা শুধু পারফরম্যান্সের কারণেই নয়, বেশি টেস্ট ম্যাচ খেলাটাও ভূমিকা রেখেছে। অস্বীকার করার উপায় নেই, অন্য দেশের চেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ পান রুট-কুকরা। এএফপি