দেড় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে সাকিবকে

আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়ছেন সাকিব (ফাইল ছবি)ব্যস্ততা আরও বাড়ছে ক্রিকেটারদের। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ঠাসা সূচি, চলবে আগামী বছরের জুলাই পর্যন্ত। বেশি ম্যাচ খেলার সুখবরের মাঝে বাংলাদেশকে শুনতে হতে পারে একটি দুঃসংবাদ। আঙুলে অস্ত্রোপচার করা লাগতে পারে সাকিবের, তাতে দেড় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাবেন এই অলরাউন্ডার।

চোটের ঘটনাটা অবশ্য বেশ পুরনো। গত জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েন সাকিব। সেই ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। গত কয়েক মাস ধরে বিশেষ ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলা চালিয়ে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

ব্যথানাশক ইনজেকশন বারবার ব্যবহার শরীরের জন্য মোটেও আদর্শ নয়। যদিও খেলা চালিয়ে যাওয়ার জন্য সাকিব ব্যবহার করছেন তা। তাতে বোলিং ঠিকমতো করতে পারলেও ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী। মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সাকিব দেশে ফিরে এসে অস্ত্রোপচারের ব্যাপারে আলোচনা করা হবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর শেষ করে বৃহস্পতিবার দেশে ফিরছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

বিসিবির চিকিৎসকের ভাষ্য, ‘সাকিবের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের হাড় সরে গেছে। সাকিব মূলত ব্যাটিংয়ে সমস্যায় পড়ছে। নিজের সেরাটা দিয়ে ব্যাটিং করতে পারছে না। বিষয়টি বেশ কয়েকবার আমাদের জানিয়েছে। এই জন্য ওকে অস্ট্রেলিয়াতে একজন সার্জনের কাছে পাঠানো হয়েছিল। ওই ডাক্তারের তত্ত্বাবধানে ওকে একটা ইনজেকশন দেওয়া হয়। ফলে গত কয়েক মাস সে মোটামুটি ব্যথামুক্ত হয়েই খেলতে পেরেছে।’

যদিও পুরো ফিট সাকিবকে পেতে হলে দীর্ঘমেয়াদি চিকিৎসার বিকল্প নেই বলেই মনে করেন বিসিবির এই চিকিৎসক। অবশ্য সেক্ষেত্রে সাকিবকে দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে, ‘এই মুহূর্তে কিছুটা ব্যথামুক্ত হলেও কিছু সমস্যা থেকেই গেছে। সার্জনের কথা মতো শর্ট টার্ম ম্যানেজমেন্টের জন্য ইনজেকশন দেওয়া হচ্ছে। কিন্তু লং টার্মে এটা খুব একটা কাজ করবে না। সাকিব দেশে ফেরার পর ম্যানেজমেন্ট ও আমরা সবাই মিলে তার ব্যপারে সিদ্ধান্ত নেব।’

সঙ্গে যোগ করেছেন, ‘কারণ এই অপারেশন হলে প্রায় দেড়-দুই মাস রিহ্যাবের জন্য দরকার পড়বে। সামনে ব্যস্ত সূচিতে সাকিব ও ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। এশিয়া কাপের অনুশীলন শুরুর পর সাকিব মানিয়ে নিতে পারলে আপাতত যেভাবে আছে, সেভাবেই চলবে। তবে অনুশীলনের সময় যদি ওর সমস্যা বেড়ে যায়, তাহলে হয়তো আমাদের এ ব্যাপারে চিন্তা করতে হবে।’

অস্ত্রোপচার করালেও নাকি সাকিব চোট থেকে পুরোপুরি সেরে উঠবেন না, এমন তথ্যই দিয়েছেন দেবাশিষ। যদিও সেরা খেলাটা খেলতে শতভাগ সুস্থতার দরকার নেই বলেও নিশ্চিত করেছেন তিনি, ‘এই ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠা যাবে না কখনই। কিন্তু শতভাগ রিকভারি আসলে গুরুত্বপূর্ণ না। ৬০-৭০ ভাগ রিকভারি হলেই খেলতে অসুবিধা হবে না।’