ব্রাভোর ৩৬ বলে অপরাজিত ৯৪

ম্যাককালামের সঙ্গে দুর্দান্ত এক জুটিতে দলকে জেতালেন ব্রাভোক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার ব্যাটিং ঝড় দেখালেন ড্যারেন ব্রাভো। দানবীয় ব্যাটিংয়ে সেন্ট লুসিয়া স্টার্সের ২১২ রানের বাধা টপকে গেল ত্রিনবাগো নাইট রাইডার্স। মাত্র ২৩ বলে ফিফটি ছোঁয়া এ ক্যারিবিয়ান ব্যাটসম্যান অপরাজিত ছিলেন টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ইনিংস খেলে। ১ বল হাতে রেখে দলকে ৫ উইকেটে জেতাতে ৩৬ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন ব্রাভো।

গস আইসলেটে হোম ম্যাচে সেন্ট লুসিয়া ২০ ওভারে মাত্র ২ উইকেটে করে ২১২ রান। ডেভিড ওয়ার্নারের ইনিংস সেরা অপরাজিত ৭২ রান দলকে নিয়ে যায় দুইশ রানের ঘরে। কিয়েরন পোলার্ডও ছিলেন দুর্দান্ত। ২৩ বলে ১ চার ও ৭ ছয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন সেন্ট লুসিয়া অধিনায়ক।

সেন্ট লুসিয়ার ইনিংসে রয়েছে আরেকটি হাফসেঞ্চুরি। রাহকিম কর্নওয়াল ৫৩ রান করেন।

বিশাল লক্ষ্য দিয়ে সেন্ট লুসিয়া দশম ওভারে ৭১ রান দিয়ে ত্রিনবাগোর ৩ উইকেট তুলে নেয়। তারপর ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে এক অনবদ্য ইনিংস খেলেন ব্রাভো। এই ক্যারিবিয়ান ব্যাটসম্যানের কাছে সবচেয়ে বেশি ভুগেছেন পোলার্ড। ১৬তম ওভারে প্রতিপক্ষ অধিনায়ককে ৫ ছয় মারেন ব্রাভো।

৪২ বলে ৩ চার ও ৬ ছয়ে ৪২ বলে ৬৮ রান করে আউট হন ম্যাককালাম। কিন্তু তাদের ১৩৭ রানের জুটিতে আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ত্রিনবাগো। ৩৬ বলে ৬ চার ও ১০ ছয়ে ৯৪ রানে অপরাজিত থেকে দলকে জেতাতে অসাধারণ ভূমিকা রাখেন ব্রাভো।

ত্রিনবাগোর অধিনায়ক ডোয়াইন ব্রাভো তার ছোট ভাইয়ের কাছ থেকে এমন দানবীয় ব্যাটিং দেখে নিশ্চয়ই খুশিতে আত্মহারা! ক্রিকইনফো