কারানের জায়গায় একাদশে ফিরলেন স্টোকস

বেন স্টোকসলর্ডস টেস্ট মিস করেছিলেন তিনি শুনানি থাকায়। তবে ট্রেন্ট ব্রিজ টেস্টের একাদশে ফিরেছেন বেন স্টোকস। স্যাম কারানের জায়গায় ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে দেখা যাবে এই অলরাউন্ডারকে।

২০ বছর বয়সী কারান ব্যাট-বল হাতে দারুণ পারফর্ম করেছেন আগের দুই টেস্টে। এরপরও ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ট্রেন্ট ব্রিজ টেস্টে জায়গা ধরে রাখতে পারলেন না তিনি। স্টোকস ফেরাতে কপাল পুড়ছে এই তরুণের।

অথচ টিকে গেছেন স্টোকসের জায়গায় লর্ডস টেস্টের একাদশে সুযোগ পাওয়া ক্রিস ওকস। দুর্দান্ত অলরাউন্ডিং নৈপুণ্যে ধরে রেখেছেন জায়গা। বিরাট কোহলিকে আউট করার সঙ্গে নামের পাশে যোগ করেছিলেন ৪ উইকেট, তবে ব্যাটিংয়ে সবকিছুকে ছাড়িয়ে যান ওকস। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করে স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। অসাধারণ পারফরম্যান্সের পর তার একাদশে থাকাটাই স্বাভাবিক।

লর্ডস টেস্টের সময় শুনানির তারিখ পড়েছিল স্টোকসের। গত বছর ব্রিস্টলের এক পানশালার বাইরে মারামারি ঘটনায় হাজিরা দিতে হয়েছিল ব্রিস্টল ক্রাউন আদালতে। তাই ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি এই অলরাউন্ডারের। শুরুতে ট্রেন্ট ব্রিজ টেস্টের একাদশেও বাইরে ছিলেন তিনি, তবে ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার জন্য দরজা খোলা রেখেছিল। আদালত তার কোনও দোষ না পাওয়ায় কারানের বদলে এই অলরাউন্ডারকে একাদশে জায়গা করে দিয়েছে ইংল্যান্ড।

আদালতের ঝামেলা থেকে রেহাই পেলেও শৃঙ্খলা ভঙ্গে ইসিবি’র কাছ থেকে শাস্তি পেতে পারেন স্টোকস। ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। ক্রিকবাজ