আঙুলে চোট পেয়ে হাসপাতালে তামিম

photo-1507209412এশিয়া কাপের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। লাসিথ মালিঙ্গার তোপে প্রথম ওভারে লিটন দাস ও সাকিব আল হাসানকে হারানোর ধাক্কা সামলে উঠতে না উঠতে আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবাল।

সুরাঙ্গা লাকমলের করা ইনিংসের দ্বিতীয় ওভারে পুল করতে গিয়ে বাঁ হাতের আঙুলে ব্যথা পান তামিম। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘তামিমের আঙুলে চিড় ধরা পড়েছে। ২-৩ দিন পর আবার তার আঙুলে এক্স-রে করা হবে। এরপরই তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সপ্তাহ দুয়েক আগে এশিয়া কাপের ক্যাম্পে ফিল্ডিং প্র্যাকটিসের সময়ও আঙুলে ব্যথা পেয়েছিলেন তামিম। তাই কয়েকদিন অনুশীলনের বাইরে ছিলেন তিনি। ভিসা জটিলতায় বাংলাদেশ দলের সঙ্গে রওনাও হতে পারেননি। দল আসার  চারদিন পর গত বুধবার রাতে দুবাইয়ে পৌঁছান তামিম। বৃহস্পতি ও শুক্রবার অনুশীলন করে তিনি বুঝতে পারেন আঙুলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তাই তামিমকে একাদশে রেখেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।