ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

টস করছে ভারত-পাকিস্তানএশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামছে পাকিস্তান।

হংকংকে হারানো দল নিয়েই মাঠে নামছে পাকিস্তান। টসের পর অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, ‘ভারতকে চাপে রাখার মতো রান করতে চাই আমরা। এটা বড় একটা ম্যাচ। তাই ২৮০ রানের বেশি করা উচিত।’

গত সোমবার চাপ কাটিয়ে হংকংয়ের বিপক্ষে জেতা ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরাও ব্যাটিং নিতাম। কিন্তু গতকালও আমরা প্রথমে ব্যাটিং করেছি, তাই এবার রান তাড়া করা ভালোই হবে। আজ দারুণ একটা ম্যাচ হবে।’

ভারত দুটি বদল নিয়ে নামছে। জশপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া জায়গা পেয়েছেন শারদুল ঠাকুর ও খলিল আহমেদের বদলে।

দুই দলের সামগ্রিক ফর্ম বিবেচনায় নিলে পাকিস্তান এগিয়ে। তবে এশিয়া কাপ বিবেচনায় দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লাটা ভারি ভারতের। ১২টি ম্যাচের মধ্যে তাদের জয় ৬টিতে অপর দিকে পাকিস্তানের ৫টি। একটি ম্যাচে কোনও ফলাফল আসেনি। তবে পাকিস্তানকে প্রেরণা যোগাতে পারে চ্যাম্পিয়ন ট্রফি। ক্রিকইনফো 
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, উসমান খান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বতি রাইড়ু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদ্বীপ যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব।