চোট জর্জর ভারত

স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয়েছে পান্ডিয়াকেচোট হানা দিয়েছে ভারতের এশিয়া কাপ শিরোপা মিশনে। ইনজুরিতে দেশে ফিরতে হচ্ছে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও শারদুল ঠাকুরকে।
শুক্রবার বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ। তার আগে বৃহস্পতিবার এই তিন জনের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

পাকিস্তানের বিপক্ষে বুধবার গ্রুপের শেষ ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে ফিল্ডিং করার সময় আঙুলের মধ্যমায় চোট পান অক্ষর। দুই ম্যাচের একটিতেও একাদশে ছিলেন না তিনি। তার চোটে এক বছরেরও বেশি সময় পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪.৫ ওভার বল করে ছিটকে গেছেন পান্ডিয়া। এই এশিয়া কাপে নিজের প্রথম ম্যাচে বল করার সময় পিঠের চোট পান তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন দীপক চাহার। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

ভারতের তৃতীয় পরিবর্তন এসেছে শারদুলের ইনজুরিতে। হংকংয়ের বিপক্ষে কুঁচকিতে ব্যথা পান তিনি। উইকেটশূন্য চারটি ওভার করেন তিনি। তার তৃতীয় ওভার ছিল ১০ বলের, দেন ১৭ রান। শারদুলের বদলে ভারতের এই দলে জায়গা পেয়েছেন দুই দিন আগে দুবাই পৌঁছে নেটে বল করা সিদ্ধার্থ কৌল। ক্রিকইনফো