মুমিনুলের ফেরার দিনে নাজমুল-আবু হায়দারের অভিষেক

আবু হায়দারকে ওয়ানডে ক্যাপ পরিয়ে দিলেন মাশরাফিআফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর ওয়ানডের একাদশে জায়গা পেয়েছেন মুমিনুল হক। তার ফেরার দিনে অভিষেকের আনন্দে মেতেছেন তরুণ দুই ক্রিকেটার আবু হায়দার ও নাজমুল হোসেন শান্ত।

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেতে ‘পুনর্জন্ম’ হলো মুমিনুলের। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে সবশেষ ৫০ ওভারের ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এরপর জাতীয় দলে রঙিন পোশাকে দেখা যায়নি বাঁহাতি এই ব্যাটসম্যানকে। টেস্টে সুযোগ পেলেও ওয়ানডে দলে হয়ে ছিলেন উপেক্ষিত।

অবশেষে বৃহস্পতিবার আবুধাবিতে রঙিন পোশাকে নেমেছেন তিনি। মুশফিকুর রহিমকে বিশ্রামে রেখে একাদশে সুযোগ দেওয়ার হয়েছে মুমিনুলকে। আফগানদের বিপক্ষে ম্যাচটি ‘গুরুত্বহীন’ হলেও মুমিনুলের জন্য তা দারুণ এক সুযোগ। ৫০ ওভারের ক্রিকেটে উপেক্ষিত থাকা মুমিনুল সুযোগটা কাজে লাগাতে বদ্ধপরিকর।

বুধবার অনুশীলনের ফাঁকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছিলেন, ‘সবসময়ই সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলে দলের জয়ে অবদান রাখতে চাই। এর চেয়ে বেশি কিছু তো চাওয়ার নেই। দেখা যাক খেলি কিনা।’

২০১৫ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলা মুমিনুল সম্প্রতি ‘এ’ দলের আয়ারল্যান্ড সফরে গিয়ে দারুণ ব্যাটিং করেছেন। ‘এ’ দলের জার্সিতে ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলায় পর ওয়ানডে একাদশের দরজা খুললো মুমিনুলের।

আফগানদের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে নাজমুল ও আবু হায়দারের। তামিম ইকবাল কব্জির চোট নিয়ে দেশে ফেরায় একটি পরিবর্তন নিশ্চিত ছিল। তার বদলি হয়ে সুযোগ পেয়েছেন নাজমুল। তরুণ এই ব্যাটসম্যানকে ক্যাপ পরিয়ে দেন সাকিব আল হাসান।

অনেক দিন থেকেই ওয়ানডে দলের দরজায় কড়া নাড়ছিলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। গত বছর নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ টেস্টের আগে ইনজুরিতে ভাগ্য খোলে তার। নাজমুলের ব্যাপারে আত্মবিশ্বাসী পুরো টিম ম্যানেজমেন্ট। ৭১ লিস্ট ‘এ’ ম্যাচ খেলা নাজমুল ৩৮.৩৭ গড়ে ২ হাজার ২৬৪ রান করেছেন। 

তিনি ছাড়াও আবু হায়দারের অভিষেক হলো আফগানিস্তানের বিপক্ষে। মোস্তাফিজকে বিশ্রামে রেখে তাকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই পেসারকে ক্যাপ পরিয়ে দেন অধিনায়ক মাশরাফি। ১০ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকা আবু হায়দার লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৪ ম্যাচে পেয়েছেন ৯৫ উইকেট।