লন্ডন গেলেন তামিম

তামিম ইকবাল (ফাইল ছবি)শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই চোট নিয়ে এশিয়া কাপ থেকে ছিটকে যান তামিম ইকবাল। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন বাংলাদেশি ওপেনার। এবার তিনি লন্ডন গেলেন কব্জির এই চোটের চিকিৎসা নিতে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কাতার এয়ারওয়েজে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন তামিম। শুক্রবার দুপুরে সাউদাম্পটনের একটি ক্লিনিকে চিকিৎসকের সঙ্গে দেখা করবেন এই ওপেনার। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে অস্ত্রোপচার করানো লাগবে কিনা।

প্রাথমিকভাবে জানা গেছে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তামিমকে। এমনকি ছয় সপ্তাহও লাগতে পারে। বাংলাদেশের পরের সিরিজ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওই সিরিজে তামিম খেলতে পারবেন কিনা সেটা নির্ধারণ হবে লন্ডনে চিকিৎসক দেখানোর পর।

শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই সুরাঙ্গা লাকমলের বলে চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হন তামিম। তবে নবম উইকেট পড়ে গেলে ব্যান্ডেজ বাঁধা আঙুল নিয়েই মুশফিকুর রহিমের সঙ্গে শেষ জুটিতে একপ্রান্ত আগলে রেখে দলকে উদ্ধার করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার বীরোচিত এই সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বের হয়েছিল প্রশংসিত।